‘সম্পত্তির জন্য’ স্বামীর কান কেটে নিল হিংস্র স্ত্রী। কানে অস্ত্রোপচার, আপাতত সুস্থ যুবক।

স্ত্রীর অত্যাচার থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন যুবক। প্রাণ না গেলেও তার কান গেল। ঘটনাটি ঘটেছে দিল্লির সুলতান পুরীতে।

স্বামীর সঙ্গে ঝগড়া করতে করতে হঠাৎ হিংস্র হয়ে ওঠে স্ত্রী। দৌড়ে গিয়ে স্বামীর কান কামড়ে ধরে টেনে ছিড়ে নেয় সে।

আক্রান্ত যুবকের বয়স ৪৫ বছর। হসপিটাল নিয়ে গেলে ডাক্তাররা তার কানে অস্ত্রোপচার করে। তারপর পুলিশের কাছে আক্রান্ত যুবক স্ত্রীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ দায়ের করে।

পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে ঘটনাটি নভেম্বরের ২০ তারিখে ঘটেছে। পুলিশকে দেওয়া বয়ানে যুবকটি বলেছে, ঘটনার দিন সকাল বেলা সে বাড়ির লোকরা আবর্জনা ফেলতে বাইরে যায়। যাবার সময় সে তার স্ত্রীকে ঘর পরিষ্কার করার জন্য বলে যায়। বাড়ি ফিরে আসার পর ছোট কিছু ঘটনা নিয়ে স্ত্রীর সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। কিছু সময়ের মধ্যে কথা কাটাকাটি ঝগড়ায় রূপান্তরিত হয় এবং বড় আকার ধারণ করে। সেই সময় তার স্ত্রী দৌড়ে এসে তার ওপর চড়াও হয় এবং তার ডান দিকের কানটি কামড়ে ধরে।

অভিযোগে যুবক বলে তার স্ত্রী এমন ভাবেই কানটি কামড়ে ধরেছিল যে তার টানাটানিতে কানের অনেকটা অংশ ছিড়ে যায়। বাবা মায়ের মধ্যে এরূপ ঝামেলা দেখে তার ছেলে দিশেহারা হয়ে পড়ে। সেই ছেলেই বাবাকে হসপিটালে নিয়ে যায়। চিকিৎসকরা তখন যুবকের কানের অস্ত্রোপচার করে। ঘটনাস্থলে পুলিশ এলেও সেই মুহূর্তে যুবকের কোন বয়ান তারা নিতে পারেনা। দুদিন পরে যুবক কিছুটা সুস্থ হলে পুলিশ তার বয়ান রেকর্ড করে।

পুলিশের কাছে যুবক বলে সম্পত্তি জনিত কারণেই তার সঙ্গে তার স্ত্রীরঝামেলা। স্ত্রী,স্বামীর অর্ধেক সম্পত্তি নিয়ে আলাদা থাকতে চায়। যুবক সম্পত্তি দিতে অস্বীকার করায় তার ওপর অত্যাচার শুরু করে তার স্ত্রী। পুলিশ বয়ান রেকর্ড করে অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে।

Exit mobile version