বাংলায় কে এগিয়ে কে পিছিয়ে? দেখে নিন লোকসভা ভোটের সর্বশেষ জনমত সমীক্ষা।

আর বেশি দিন দেরি নেই ২০১৪ এর লোকসভা ভোটের প্রথম ভোটটি পরার। প্রথম দফার ভোট গ্রহণ ১৯শে এপ্রিল। বাংলায় কে এগিয়ে কে পিছিয়ে? সমস্ত দলেরই প্রচারের গতি এখন তুঙ্গে। প্রধানমন্ত্রী হিসেবে ভারতবাসী কাকে দেখতে চায় তা নিয়ে জল্পনার শেষ নেই। সাথে চলছে বিভিন্ন সংবাদ মাধ্যমের জনমত সমীক্ষা।

জনমত সমীক্ষা কি?

জনমত বা জনমত সমীক্ষা হল সমাজের সাথে প্রাসঙ্গিক একটি নির্দিষ্ট বিষয় বা ভোটারদের ভোট দানের অভিপ্রায়ের সম্মিলিত মতামত। রাজনৈতিক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে জনমতের উত্থান ১৭ শতকের শেষের দিকে। সেসময় কফি হাউস, জেন্টালম্যান ক্লাব গুলিতে ভোটাররা তাদের মতামত বিনিময় করতেন সেখান থেকেই প্রথম জনমত সমীক্ষার প্রবর্তন হয়।

বর্তমানে বিশ্বব্যাপী প্রধান মিডিয়া আউটলেটগুলি দ্বারা এজেন্ডা নির্ধারণের মাধ্যমে জনমত তৈরি করা হয়। জনমতের ওপর গণমাধ্যমের প্রভাব অপরিসীম।

নির্বাচনের ফল প্রকাশের আগেই, নির্বাচনের ফলের আভাস দেয় জনমত সমীক্ষাগুলি। ভোট গ্রহণের আগেই বিভিন্ন সমীক্ষা সংস্থাগুলি বিভিন্ন প্রশ্নের মাধ্যমে জনগণের মেজাজ বোঝার চেষ্টা করেন। কিন্তু, এই সমীক্ষাগুলি ভোটের ফলে প্রভাব ফেলে বলে অভিযোগ করে ২০২২ সালে সংসদে জনমত সমীক্ষাকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। আইন মন্ত্রকের পক্ষ থেকে সেসময় জানানো হয়েছিল জনমত সমীক্ষা এবং বুথ ফেরত সমীক্ষাকে নিষিদ্ধ করার কোনও ভাবনা নেই ভারত সরকারের।

লোকসভা ভোটে বাংলার আসন সংখ্যা ৪২। ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন সংবাদ মাধ্যম পশ্চিমবঙ্গ ব্যাপী জনমত সমীক্ষা করেছে। নীচে সেই রকম কিছু জনমত সমীক্ষায় উঠে আসা তথ্য দেওয়া হল –

 

 ➡  টাইমস নাউ -ইটিজি (এপ্রিল ২০২৪)

  • টিএমসি – ১৭-২১
  • বিজেপি – ২০-২৪
  • বামপন্থী + কংগ্রেস – ০-২

 ➡ ইন্ডিয়া টিভি -সিএনএক্স (এপ্রিল ২০২৪)

  • টিএমসি – ১৯ – ২২
  • বিজেপি – ২০-২৪
  • বামপন্থী + কংগ্রেস – ০-২

 ➡ এবিপি নিউজ – সি ভোটার (এপ্রিল ২০২৪) 

  • টিএমসি – ২০
  • বিজেপি – ২০
  • বামপন্থী + কংগ্রেস – ২

 ➡ নিউজ ১৮ (মার্চ ২০২৪)

  • টিএমসি – ১৭ 
  • বিজেপি – ২৫
  • বামপন্থী + কংগ্রেস – ০

 ➡ এবিপি নিউজ- সি ভোটার (মার্চ ২০২৪) 

  • টিএমসি – ২৩ 
  • বিজেপি – ১৯ 
  • বামপন্থী + কংগ্রেস – ০

 ➡ ইন্ডিয়া টিভি -সিএনএক্স (মার্চ ২০২৪)

  • টিএমসি – ২১ 
  • বিজেপি – ২০ 
  • বামপন্থী + কংগ্রেস – ১

 ➡ জি নিউজ -ম্যাট্রিজ (ফেব্রুয়ারি ২০২৪)

  • টিএমসি – ২৪ 
  • বিজেপি – ১৭ 
  • বামপন্থী + কংগ্রেস – ১

 ➡ ইন্ডিয়া টুডে  (ফেব্রুয়ারি ২০২৪)

  • টিএমসি – ২২ 
  • বিজেপি – ১৯ 
  • বামপন্থী + কংগ্রেস – ১

 ➡ টাইমস নাউ -ইটিজি (ফেব্রুয়ারি ২০২৪)

  • টিএমসি – ২৬ 
  • বিজেপি – ১৫
  • বামপন্থী + কংগ্রেস – ১

 

 

 

 

 

Related Posts

পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর। দেখে নিন সম্পূর্ণ প্রার্থী তালিকা।

পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর অনুষ্ঠিত হবে, যার ফলাফল ঘোষণা হবে ২৩শে নভেম্বর। যে ছয়টি কেন্দ্রে উপনির্বাচন হবে সেগুলি হল সিতাই (SC), মাদারিহাট (ST), নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর এবং…

রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাই কোর্ট।মমতা জানান, “রায় আমি মানি না।”

২০১০ সালের পর তৃণমূল শাসনে দেওয়া রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাই কোর্ট। বুধবার কলকাতা হাইকোর্ট একটি রায়ে জানিয়েছে, আজকের পর থেকে বাতিল হওয়া ওবিসি শংসাপত্র আর…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

আজ থেকে ট্রেনের টিকিট কাটার নিয়মে বড় পরিবর্তন। জেনে নিন তার নিয়ম কানুন।

আজ থেকে ট্রেনের টিকিট কাটার নিয়মে বড় পরিবর্তন। জেনে নিন তার নিয়ম কানুন।

পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর। দেখে নিন সম্পূর্ণ প্রার্থী তালিকা।

পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর। দেখে নিন সম্পূর্ণ প্রার্থী তালিকা।

ইরানে বোমা হামলা ইসরায়েলের। বিশ্বযুদ্ধের আশঙ্কা।

ইরানে বোমা হামলা ইসরায়েলের। বিশ্বযুদ্ধের আশঙ্কা।

ভারতীয় অলিম্পিক পদক বিজয়ীদের একটি বিস্তৃত তালিকা।

ভারতীয় অলিম্পিক পদক বিজয়ীদের একটি বিস্তৃত তালিকা।

রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে (২৮ জুলাই) ভারতের সূচি।

রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে (২৮ জুলাই) ভারতের সূচি।

অলিম্পিক্সে জিতলেন লক্ষ্য, সাত্ত্বিক-চিরাগ, শুটিংয়ে পদকের লড়াইয়ে মনু, হকিতেও জয় ভারতের।

অলিম্পিক্সে জিতলেন লক্ষ্য, সাত্ত্বিক-চিরাগ, শুটিংয়ে পদকের লড়াইয়ে মনু, হকিতেও জয় ভারতের।