বাংলায় কে এগিয়ে কে পিছিয়ে? দেখে নিন লোকসভা ভোটের সর্বশেষ জনমত সমীক্ষা।

আর বেশি দিন দেরি নেই ২০১৪ এর লোকসভা ভোটের প্রথম ভোটটি পরার। প্রথম দফার ভোট গ্রহণ ১৯শে এপ্রিল। বাংলায় কে এগিয়ে কে পিছিয়ে? সমস্ত দলেরই প্রচারের গতি এখন তুঙ্গে। প্রধানমন্ত্রী হিসেবে ভারতবাসী কাকে দেখতে চায় তা নিয়ে জল্পনার শেষ নেই। সাথে চলছে বিভিন্ন সংবাদ মাধ্যমের জনমত সমীক্ষা।

জনমত সমীক্ষা কি?

জনমত বা জনমত সমীক্ষা হল সমাজের সাথে প্রাসঙ্গিক একটি নির্দিষ্ট বিষয় বা ভোটারদের ভোট দানের অভিপ্রায়ের সম্মিলিত মতামত। রাজনৈতিক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে জনমতের উত্থান ১৭ শতকের শেষের দিকে। সেসময় কফি হাউস, জেন্টালম্যান ক্লাব গুলিতে ভোটাররা তাদের মতামত বিনিময় করতেন সেখান থেকেই প্রথম জনমত সমীক্ষার প্রবর্তন হয়।

বর্তমানে বিশ্বব্যাপী প্রধান মিডিয়া আউটলেটগুলি দ্বারা এজেন্ডা নির্ধারণের মাধ্যমে জনমত তৈরি করা হয়। জনমতের ওপর গণমাধ্যমের প্রভাব অপরিসীম।

নির্বাচনের ফল প্রকাশের আগেই, নির্বাচনের ফলের আভাস দেয় জনমত সমীক্ষাগুলি। ভোট গ্রহণের আগেই বিভিন্ন সমীক্ষা সংস্থাগুলি বিভিন্ন প্রশ্নের মাধ্যমে জনগণের মেজাজ বোঝার চেষ্টা করেন। কিন্তু, এই সমীক্ষাগুলি ভোটের ফলে প্রভাব ফেলে বলে অভিযোগ করে ২০২২ সালে সংসদে জনমত সমীক্ষাকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। আইন মন্ত্রকের পক্ষ থেকে সেসময় জানানো হয়েছিল জনমত সমীক্ষা এবং বুথ ফেরত সমীক্ষাকে নিষিদ্ধ করার কোনও ভাবনা নেই ভারত সরকারের।

লোকসভা ভোটে বাংলার আসন সংখ্যা ৪২। ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন সংবাদ মাধ্যম পশ্চিমবঙ্গ ব্যাপী জনমত সমীক্ষা করেছে। নীচে সেই রকম কিছু জনমত সমীক্ষায় উঠে আসা তথ্য দেওয়া হল –

 

➡  টাইমস নাউ -ইটিজি (এপ্রিল ২০২৪)

➡ ইন্ডিয়া টিভি -সিএনএক্স (এপ্রিল ২০২৪)

➡ এবিপি নিউজ – সি ভোটার (এপ্রিল ২০২৪)

➡ নিউজ ১৮ (মার্চ ২০২৪)

➡ এবিপি নিউজ- সি ভোটার (মার্চ ২০২৪)

➡ ইন্ডিয়া টিভি -সিএনএক্স (মার্চ ২০২৪)

➡ জি নিউজ -ম্যাট্রিজ (ফেব্রুয়ারি ২০২৪)

➡ ইন্ডিয়া টুডে  (ফেব্রুয়ারি ২০২৪)

➡ টাইমস নাউ -ইটিজি (ফেব্রুয়ারি ২০২৪)

 

 

 

 

 

Exit mobile version