চব্বিশের লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কিন্তু তার আগেই রাজ্যে বিশাল কেন্দ্রীয় বাহিনী পাঠানোর বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। শনিবারই নির্বাচন কমিশন এই বিজ্ঞপ্তি জারি করেছে। ভোটের আগেই ১লা মার্চ রাজ্যে আসছে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এক সপ্তাহের ব্যবধানে ৭ই মার্চ আসবে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১লা মার্চ রাজ্যে যে ১০০ কোম্পানি বাহিনী আসছে, তার মধ্যে ৫০ কোম্পানি বিএসএফ (Border Security Force), ২০ কোম্পানি সিআরপিএফ (Central Reserve Police Force), ১০ কোম্পানি এসএসবি (Sashastra Seema Bal), ১০ কোম্পানি সিআইএসএফ (Central Industrial Security Force), ১০ কোম্পানি আইটিবিপি (Indo Tibetan Border Police) থাকবে।
পরবর্তীতে ৭ই মার্চ রাজ্যে আরও যে যে ৫০ কোম্পানি বাহিনী আসবে, তার মধ্যে ৩০ কোম্পানি বিএসএফ, ১০ কোম্পানি সিআরপিএফ, ৫ কোম্পানি এসএসবি এবং ৫ কোম্পানি আরপিএফ থাকবে।
————————বিজ্ঞাপন—————————–
————————————————————
আগামী ৩রা মার্চ আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তার আগে গতকাল ২৪শে ফেব্রুয়ারি (শনিবার) পরিস্থিতি পর্যালোচনায় সব জেলাশাসক (ডিএম) এবং পুলিশ সুপার (এসপি)-দের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।
জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে আইন-শৃঙ্খলা নিয়ে কড়া নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের। কমিশন সূত্রে খবর, শনিবার জেলাশাসক-পলিশ সুপারদের উদ্দেশে তিনি বলেন, আইনশৃঙ্খলার অবনতি যেন না হয় সেই দিকে আপনারা নজর রাখুন। পাশাপাশি একই লোকসভা কেন্দ্রের মধ্যে আমলাদের বদলি করতে পারবে না বলে রাজ্যগুলিকে এই মর্মে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
লোকসভা নির্বাচনে সবচেয়ে বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হতে চলেছে পশ্চিমবঙ্গে (West Bengal)। কিছুদিন আগেই, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে পাঠানো চিঠিতে নির্বাচন কমিশন জানিয়েছে, লোকসভা ভোটে বাংলায় তারা ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চায়। এছাড়া স্ট্রংরুম ও গণনা কেন্দ্রগুলির নিরাপত্তায় রাখা হবে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী
- বাংলা – ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
- জম্মু-কাশ্মীর – ৬৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
- বিহার – ৩৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
- ছত্রিশগড় – ২৯৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
- উত্তর প্রদেশ – ২৫২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
- অন্ধ্রপ্রদেশ – ২৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
- উড়িষ্যা – ২৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
- ঝাড়খান্ড – ২৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
- পাঞ্জাব – ২৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
- মনিপুর- ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
- গুজরাট – ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
- অরুণাচল প্রদেশ – ৭৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
- সিকিম – ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। – ( সূত্রের তথ্য অনুসারে)