আজ থেকে ট্রেনের টিকিট কাটার নিয়মে বড় পরিবর্তন। জেনে নিন তার নিয়ম কানুন।

আজ থেকে ট্রেনের টিকিট কাটার নিয়মে বড় পরিবর্তন। আজ ১লা নভেম্বর (শুক্রবার) থেকে ট্রেনের টিকিটের অগ্রিম রিজার্ভেশননের সময়কাল (ARP) ১২০ দিন থেকে কমিয়ে ৬০ দিন করা হয়েছে। যে সকল যাত্রীরা ইতিমধ্যে বুকিং করেছেন তাঁরা এই পরিবর্তনের দ্বারা প্রভাবিত হবেন না এবং পরিকল্পনা অনুযায়ী তাঁদের নির্দিষ্ট দিনের জন্য কাটা টিকিটে তারা ভ্রমণ করতে পারবেন।

পুরানো ১২০ দিনের নিয়মানুসারে একজন রেলযাত্রী তার ভ্রমণের নির্দিষ্ট দিনের ১২০ দিন আগে অগ্রিম টিকিট বুক করতে পারতেন। নতুন নিয়ম আসার পর আজ থেকে কোন রেলযাত্রী তার ভ্রমণ দিনের ৬০ দিন আগে অগ্রিম টিকিট বুক করতে পারবেন।

“১ লা নভেম্বর থেকে কার্যকর, ARP (অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ড) ৬০ দিনের হবে (যাত্রার দিন ব্যতীত) এবং সেই অনুযায়ী বুকিং হবে। তবে, ১২০ দিনের ARP-এর অধীনে ৩১ শে অক্টোবর পর্যন্ত করা সমস্ত বুকিং অক্ষত থাকবে (sic),” রেলওয়ে একটি বিবৃতিতে বলেছে।

 

ভারতীয় রেল বুকিং এর সময়কাল কমিয়ে ৬০ দিন করল কেন?

 

রেল মন্ত্রক একটি বিজ্ঞপ্তিতে বলেছে যে ট্রেন বুকিংয়ের জন্য ARP-তে যাত্রীদের উৎসাহিত করার জন্য করা হয়েছে। এই পরিবর্তনের কারণ হিসাবে বলা হয়েছে, টিকেট বুকিং এর আগের নিয়মে দেখা গেছে ১২০ দিন আগে করা রিজার্ভেশনগুলির প্রায় ২১% বাতিল করা হয়েছিল এবং ৫% যাত্রী তাঁদের যাত্রার জন্য উপস্থিত হননি তাই যাত্রীদের প্রকৃত চাহিদা আরও ভালভাবে প্রতিফলিত করাই এই পরিবর্তনের আসল কারণ।

 

যেসব যাত্রী গত কাল (৩১ অক্টোবর)২৮ ফেব্রুয়ারির টিকিট কেটেছেন, তাঁদের কী সমস্যায় পড়তে হবে?

 

গতকাল পর্যন্ত পুরনো ১২০ দিনের রিজার্ভেশন নিয়ম চালু ছিল। আগাম টিকিট কাটা যাচ্ছিল বলে অনেকেই ২৮ ফেব্রুয়ারির যাত্রার টিকিট আগের থেকেই কেটে রেখেছেন। ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে, ৩১শে অক্টোবর পর্যন্ত যাঁরা ১২০ দিন আগাম টিকিট কেটেছেন , নতুন নিয়মে তাঁদের ওপর কোনও প্রভাব পড়বে না। নিয়ম পরিবর্তনের এই আবহে যাঁদের যাঁদের ইতিমধ্যেই জানুয়ারি বা ফেব্রুয়ারির টিকিট কাটা আছে, তাঁদের টিকেট সংক্রান্ত বিষয়ে চিন্তার কোনও কারণ নেই।

রেলওয়ে স্পষ্ট করেছে যে আপডেট করা ৬০-দিনের অগ্রিম রিজার্ভেশন পিরিয়ডের করা বুকিং গুলি বাতিল করার অনুমতি থাকবে। বিদেশী পর্যটকদের জন্য অগ্রিম বুকিংয়ের সময়সীমা ৩৬৫ দিনের সময়কালের কোনো পরিবর্তন হচ্ছে না।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর। দেখে নিন সম্পূর্ণ প্রার্থী তালিকা।

Related Posts

পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর। দেখে নিন সম্পূর্ণ প্রার্থী তালিকা।

পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর অনুষ্ঠিত হবে, যার ফলাফল ঘোষণা হবে ২৩শে নভেম্বর। যে ছয়টি কেন্দ্রে উপনির্বাচন হবে সেগুলি হল সিতাই (SC), মাদারিহাট (ST), নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর এবং…

ভারতীয় অলিম্পিক পদক বিজয়ীদের একটি বিস্তৃত তালিকা।

ভারত সামগ্রিকভাবে এখনো পর্যন্ত ৩৫টি পদক জিতেছে। (সোনা ১০ টি। রুপো ৯টি । ব্রোঞ্জ ১৬ টি )। ভারতীয় অলিম্পিক বিজয়ীর নামের তালিকা ১৯০০ প্যারিস অলিম্পিক সংস্করণ থেকে অলিম্পিকে ভারত যে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

আজ থেকে ট্রেনের টিকিট কাটার নিয়মে বড় পরিবর্তন। জেনে নিন তার নিয়ম কানুন।

আজ থেকে ট্রেনের টিকিট কাটার নিয়মে বড় পরিবর্তন। জেনে নিন তার নিয়ম কানুন।

পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর। দেখে নিন সম্পূর্ণ প্রার্থী তালিকা।

পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর। দেখে নিন সম্পূর্ণ প্রার্থী তালিকা।

ইরানে বোমা হামলা ইসরায়েলের। বিশ্বযুদ্ধের আশঙ্কা।

ইরানে বোমা হামলা ইসরায়েলের। বিশ্বযুদ্ধের আশঙ্কা।

ভারতীয় অলিম্পিক পদক বিজয়ীদের একটি বিস্তৃত তালিকা।

ভারতীয় অলিম্পিক পদক বিজয়ীদের একটি বিস্তৃত তালিকা।

রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে (২৮ জুলাই) ভারতের সূচি।

রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে (২৮ জুলাই) ভারতের সূচি।

অলিম্পিক্সে জিতলেন লক্ষ্য, সাত্ত্বিক-চিরাগ, শুটিংয়ে পদকের লড়াইয়ে মনু, হকিতেও জয় ভারতের।

অলিম্পিক্সে জিতলেন লক্ষ্য, সাত্ত্বিক-চিরাগ, শুটিংয়ে পদকের লড়াইয়ে মনু, হকিতেও জয় ভারতের।