আর্জেন্টিনার কাছে ব্রাজিলের পরাজয়। ম্যাচ শুরুর আগে বিপুল বিশৃঙ্খলা। পুলিশের হাতে মার খেলো আর্জেন্টিনার দর্শকরা।

ব্রাজিল মঙ্গলবার প্রথমবারের মতো ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের পরাজয়ের সম্মুখীন হলো।৬৩ মিনিটে আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডির দুর্দান্ত হেডার মেসি দের ঐতিহাসিক তিন পয়েন্ট নিশ্চিত করে দেয়। ইতিহাসে প্রথমবারের মতো ব্রাজিল বাছাইপর্বে টানা তিন টি ম্যাচ পরাজিত হল।

রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত চলাকালীন স্টেডিয়ামের এক প্রান্তে একসাথে বসে থাকা দুই দলের সমর্থকদের মধ্যে মারামারি শুরু হওয়ার পর। ব্রাজিলিয়ান পুলিশ হিংসা বন্ধ করতে এগিয়ে আসে কিন্তু আর্জেন্টিনার সমর্থকদের সাথে পুলিশের কঠোর আচরণ দেখে লিওনেল মেসি এবং আর্জেন্টিনা দলের বাকি সদস্যরাও সেদিকে ছুটে যায়।

ছবিতে স্ট্যান্ডে কান্নারত বাচ্চাদের দেখা যাচ্ছিলো। একজন মহিলা তার কোলে একটি শিশুকে নিয়ে দাঁড়িয়ে ছিল সেখানেও পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ।

আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্টিনেজ স্ট্যান্ডের উপরে উঠে একজন পুলিশ অফিসারের হাত ধরে আর্জেন্টিনার একজন ভক্তের উপর ব্যাটন ব্যবহার করতে বাধা দেন। ব্রাজিল পুলিশের হাতে অনেক আর্জেন্টিনার সমর্থক মার খেয়েছে। ছবিতে অনেককে রক্তাক্ত হতে দেখা যায়।

এমি মার্টিনেজ একজন পুলিশ অফিসার কে আটকানোর চেষ্টা করছেন।

তারপরে মেসি দলকে নিয়ে চেঞ্জিং রুমে ফিরে যান যেখানে তারা ১০ মিনিট ছিলেন। ম্যাচটি শেষ পর্যন্ত ৩০ মিনিট দেরিতে শুরু হয়।

খেলার দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটের মাথায় নিকোলাস ওটামেন্ডির হেডে আর্জেন্টিনার একমাত্র গোলটি আসে। এই জয়ের সুবাদে আর্জেন্টিনা ছটি ম্যাচে ১৫ পয়েন্ট করে গ্রুপে প্রথম স্থানে রয়েছে। অন্যদিকে ব্রাজিল ছ’টি ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে।

চূড়ান্ত বাঁশি বাজানোর পর দর্শকদের সঙ্গে জয় উদযাপন করছেন মেসি।

ম্যাচ শেষে গ্যালারির সংঘর্ষ নিয়ে মেসি সাংবাদিকদের বলেছেন, ‘‘নিশ্চিতভাবেই খুব খারাপ কাজ হল। দর্শকদের ব্রাজিল পুলিশ কিভাবে পিটিয়েছে, সেটা আমরা দেখেছি। লিবার্তোদোরেসের (লাতিন আমেরিকার মহাদেশীয় টুর্নামেন্ট) ফাইনালেও এমন হয়েছিল, এখন আবারও পেটানো হল। সেইসময় গ্যালারিতে আমাদের ফুটবলারদের পরিবারও ছিল। এটা মনে রাখা উচিত, সকলের আগে পরিবার। যখন তারা আক্রান্ত হয়, সেইসময় খেলার বাকি সবকিছু গুরুত্বহীন পড়ে।’’

Related Posts

ভারতীয় অলিম্পিক পদক বিজয়ীদের একটি বিস্তৃত তালিকা।

ভারত সামগ্রিকভাবে এখনো পর্যন্ত ৩৫টি পদক জিতেছে। (সোনা ১০ টি। রুপো ৯টি । ব্রোঞ্জ ১৬ টি )। ভারতীয় অলিম্পিক বিজয়ীর নামের তালিকা ১৯০০ প্যারিস অলিম্পিক সংস্করণ থেকে অলিম্পিকে ভারত যে…

রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে (২৮ জুলাই) ভারতের সূচি।

রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে (২৮ জুলাই) ভারতের সূচি। শুটিং:- বেলা ১২টা ৪৫ মিনিট: মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের যোগ্যতা অর্জন পর্বের লড়াইয়ে নামবেন এলাভেনিল ভালারিভান ও রমিতা জিন্দল। দুপুর…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

আজ থেকে ট্রেনের টিকিট কাটার নিয়মে বড় পরিবর্তন। জেনে নিন তার নিয়ম কানুন।

আজ থেকে ট্রেনের টিকিট কাটার নিয়মে বড় পরিবর্তন। জেনে নিন তার নিয়ম কানুন।

পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর। দেখে নিন সম্পূর্ণ প্রার্থী তালিকা।

পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর। দেখে নিন সম্পূর্ণ প্রার্থী তালিকা।

ইরানে বোমা হামলা ইসরায়েলের। বিশ্বযুদ্ধের আশঙ্কা।

ইরানে বোমা হামলা ইসরায়েলের। বিশ্বযুদ্ধের আশঙ্কা।

ভারতীয় অলিম্পিক পদক বিজয়ীদের একটি বিস্তৃত তালিকা।

ভারতীয় অলিম্পিক পদক বিজয়ীদের একটি বিস্তৃত তালিকা।

রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে (২৮ জুলাই) ভারতের সূচি।

রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে (২৮ জুলাই) ভারতের সূচি।

অলিম্পিক্সে জিতলেন লক্ষ্য, সাত্ত্বিক-চিরাগ, শুটিংয়ে পদকের লড়াইয়ে মনু, হকিতেও জয় ভারতের।

অলিম্পিক্সে জিতলেন লক্ষ্য, সাত্ত্বিক-চিরাগ, শুটিংয়ে পদকের লড়াইয়ে মনু, হকিতেও জয় ভারতের।