নিয়োগ দুর্নীতির তদন্তে ফের ইডি আধিকারীক মিথিলেশ কুমারকে বহাল করল কলকাতা হাইকোর্ট। তাঁর দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নিয়োগ দুনীতি তদন্ত থেকে তাকে সরিয়ে দিয়েছিল হাইকোর্ট, এমনকি রাজ্যের কোথাও তিনি অন্য কোনও তদন্তে থাকতে পারবেন না বলে নির্দেশ দিয়েছিলো , সেই সব নির্দেশ ফিরিয়ে নিল আদালত।
আরও পড়ুন: ইডির সহকারী ডিরেক্টর মিথিলেশ কুমার মিশ্রকে সরিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা।
ED আজ মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে পুনর্বিবেচনার আর্জি জানায়। মিথিলেশ কুমার আদালতের কাছে আর্জি জানান যেন তাঁকে এই মামলা ফিরিয়ে দেয়া হয়, কারণ তাঁর তদন্তের সময় থেকেই তদন্তে গতি আসে এবং একের পর এক বড় নেতা মন্ত্রী গ্রেফতার হয়েছেন। তিনি তদন্তের দায়িত্বভার নেওয়ার পরেই গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য। সেকারণেই তাঁকে যেন দায়িত্ব থেকে সরানো না হয় তিনি আর্জি জানিয়েছিলেন।
সব শুনে আগের নির্দেশ প্রত্যাহার করেন বিচারপতি অমৃতা সিনহা। তাঁর বিরুদ্ধে নির্দেশনামায় যে পর্যবেক্ষণ ছিল তাও প্রত্যাহার করলেন মাননীয় বিচারপতি সিনহা।