সৌরভ ঘোষাল, অভয় সিং এবং মহেশ মানগাঁওকরের ভারতীয় ত্রয়ী পুরুষদের টিম স্কোয়াশ ইভেন্টে সোনা জিতেছে, ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে।
গ্রুপ পর্বে পাকিস্তানের কাছে হেরে গেছিল ভারত। আজ তার মধুর প্রতিশোধ নিল ভারতীয় দল। পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিল ভারতীয়রা।
তিন ম্যাচের ফাইনালে প্রথম ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তানের ইকবাল নাসির ও ভারতের মহেশ মানগাঁওকর। ০-৩ সেটে হেরে যায় মহেশ মানগাঁওকর (৮-১১, ৩-১১, ২-১১)।
দ্বিতীয় ম্যাচ জিতে ভারতকে সমতায় ফেরান সৌরভ ঘোষাল , সে ৩-০ সেটে হারায় পাকিস্তানের আসিম মোহাম্মদ খান কে(১১-৫, ১১-১, ১১-৩)। সৌরভ কার্যতো ৩০ মিনিটে উড়িয়ে দেয় আসিমকে ।
১-১ তৃতীয় ম্যাচে মুখোমুখি হন ভারতের অভয় সিংহ এবং পাকিস্তানের নুর জামান।অভয় প্রথম সেট জিতলেও দ্বিতীয় ও তৃতীয় সেট হেরে যায়।১-২ এর ব্যবধানে পিছিয়ে পড়ে চতুর্থ সেট জিতে সমতা ফেরায়। পঞ্চম সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নুর জামান কে হারিয়ে অভয় সিংহ ম্যাচ জিতে নেয় (১১-৭, ৯-১১, ৮-১১, ১১-৯, ১২-১০)।
আরও পড়ুন: ভারতের নবম সোনা। টেনিসের মিক্সড ডাবলসে।
🇮🇳 𝟐-𝟏 🇵🇰
𝐓𝐡𝐚𝐭'𝐬 𝐭𝐡𝐞 𝐆𝐎𝐋𝐃 🥇 𝐌𝐞𝐝𝐚𝐥 𝐖𝐢𝐧𝐧𝐢𝐧𝐠 𝐌𝐨𝐦𝐞𝐧𝐭 💪#TeamIndia #AsianGames2022 #IndiaAtAG22 pic.twitter.com/SaUbwc9KNF
— Doordarshan Sports (@ddsportschannel) September 30, 2023
ভারতের পদক সংখ্যা:
সোনা : ১০
রুপো :১৩
ব্রোঞ্জ : ১৩