মহিলাদের কমপাউন্ড তীরন্দাজির টিম ইভেন্টে সোনা জিতল ভারত। ভারতের টিমে ছিলেন জ্যোতি সুরেখা, অদিতি গোপীচন্দ এবং পারনীত কৌর। এশিয়ান গেমসের তীরন্দাজিতে দ্বিতীয় সোনা ভারতের ।
চার সেটের খেলায় প্রথম সেটে ৫৪ পয়েন্টে করেছিল ভারতীয় দল। চাইনিজ তাইপেই এর প্রতিযোগিতা প্রথম সেটে পয়েন্ট করে ৫৬। ভারত পিছিয়ে পড়ে ৫৪-৫৬ পয়েন্টে। তবে দ্বিতীয় সেটে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসে ভারত। তারা ৫৮ এবং চাইনিজ তাইপেই ৫৫ করে। দু সেটের মোট পয়েন্টে ১ পয়েন্টে এগিয়ে যান জ্যোতিরা।
তৃতীয় সেট আবার ভারতীয়রা ৫৯-৬০ ব্যবধানে পিছিয়ে যায়। তৃতীয় সেটের শেষে দু’দলের পয়েন্ট হয় ১৭১। শেষ তথা চতুর্থ সেট ভারতীয় দল জেতে ৫৯-৫৮ পয়েন্টে। চতুর্থ সেটের শেষে মোট ২৩০-২২৯ পয়েন্টের ব্যবধানে ফাইনাল জিতে সোনা নিশ্চিত করে মহিলা তীরন্দাজ দল ।
Three🔟s to win🥇 🤯
The Indian Women's Compound #Archery team came up clutch to secure a thrilling win in the final 🎯 🤩#SonySportsNetwork #Cheer4India #Hangzhou2022 #TeamIndia #AsianGames | @Media_SAI pic.twitter.com/tQvp6izphJ
— Sony Sports Network (@SonySportsNetwk) October 5, 2023
জ্যোতি, অদিতি এবং পারনীত বিশ্ব ক্রমপর্যায় শীর্ষ স্থানে রয়েছেন। বিশ্বচ্যাম্পিয়নশিপেও মহিলাদের টিম কম্পাউন্ডে সোনা জিতেছিল এরা। তাই বিশাল প্রত্যাশা ছিল সোনা জেতার। প্রত্যাশার মান রেখেছে অদিতিরা। চাইনিজ তাইপের দল বিশ্বক্রমপর্যায়ের তিন নম্বরে রয়েছে। বুধবার কম্পাউন্ড তীরন্দাজির মিক্সড টিম ইভেন্টে সোনা জিতেছিল ভারত। সেই দলেও ছিলে জ্যোতি। তাই এবারের গেমসে এটি জ্যোতির দ্বিতীয় সোনা ।