মিক্সড ডবলসে রোহন বোপান্না সোনা এনে দিল দেশকে। অভিজ্ঞ টেনিস খেলোয়াড়ের সঙ্গী ছিলেন রুতুজা ভোসলে। চাইনিজ তাইপেকে হারিয়ে দিলেন তাঁরা।
তৃতীয় সেটের টাইব্রেকারে চাইনিজ তাইপের এন-শুও লিয়াং এবং সুং-হাও হুয়াংকে পরাজিত করার পর, ৪৩ বছর বয়সী রোহান বোপান্না এবং রুতুজা ভোসলে মিশ্র দ্বৈত ফাইনালে স্বর্ণপদক জিতল।
প্রথম সেটে ২-৬ এ হেরে গিয়ে দ্বিতীয় সেট টি ৬-৩ এ জিতে নেয় বোপান্না-রুতুজা জুটি। তৃতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াই হয়। অবশেষে ১০-৪ এ সেটটি চাইনিজ তাইপে এর কাছ থেকে বোপান্নারা ছিনিয়ে নেয়।
খেলার ফলাফল – ২-৬, ৬-৩, ১০-৪ ।