ভারতের দ্বিতীয় সোনা ।ক্রিকেটে ঐতিহাসিক প্রথম সোনা জিতল ভারত ।

ভারতীয় মহিলা ক্রিকেট দল দেশের জন্য দ্বিতীয় স্বর্ণপদক জিতে ইতিহাস তৈরি করল।

ভারতীয় মহিলা ক্রিকেট দল ইতিহাসের বইয়ে নাম লিখিয়েছে। হারমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন দল ফাইনালে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে এশিয়ান গেমস ক্রিকেটে স্বর্ণপদক জিতেছে। এশিয়ান গেমস ২০২৩-এ এটি ভারতের দ্বিতীয় স্বর্ণপদক। এখন পর্যন্ত ভারত ১১টি পদক জিতেছে।

এর আগে,ভারত ১০মিটার পুরুষদের এয়ার রাইফেল ইভেন্টে দলগত ভাবে এশিয়ান গেমস এ দেশের হয়ে প্রথম স্বর্ণপদক জিতেছিল।

ভারতীয় মহিলা দল প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে ৭ উইকেটে ১১৬ রান করে। মান্দানা ৪৬ ও রড্রিগেজ ৪২ রান করে।
জবাবে ব্যাট করতে নেমে শ্রীলংকা ২০ ওভারে ৮ উইকেটে ৯৭ রানে পৌঁছায়। টিতাস সাধু ৪ ওভারে ৬ রান দিয়ে ৩টি উইকেট ও রাজেশ্বরী গায়কওয়াড ৩ ওভারে ২০ রান দিয়ে ২ টি উইকেট পায়। এশিয়ান গেমসের ইতিহাসে ভারত ১৯ রানে জিতে ক্রিকেটে প্রথম সোনা পেল।

Related Posts

এশিয়ান গেমস ২০২৩: ভারতীয় পদক বিজয়ীদের সম্পূর্ণ তালিকা।

ভারতের এশিয়ান গেমস ২০২৩ এর পদক সংখ্যা ১০৭টি পদক – ২৮টি সোনা , ৩৮টি রুপো এবং ৪১টি ব্রোঞ্জ। নীচে ভারতীয় পদক বিজয়ীদের সম্পূর্ণ তালিকা দেওয়া হল –

এশিয়ান গেমস ২০২৩ : ভারতের ২৮ তম সোনা। মানা হলো ভারতের দাবী। পুরুষ কাবাডি দল সোনা জিতল।

এশিয়ান গেমসে ২৮তম সোনা জিতল ভারত। সোনা এনে দিল ভারতের পুরুষ কবাডি দল। গত বারের চ্যাম্পিয়ন ইরানকে হারাল ভারত। ভারতীয় মহিলা কাবাডি টিম সোনা জেতার পর পুরুষদের কবাডি টিমও সোনা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

আজ থেকে ট্রেনের টিকিট কাটার নিয়মে বড় পরিবর্তন। জেনে নিন তার নিয়ম কানুন।

আজ থেকে ট্রেনের টিকিট কাটার নিয়মে বড় পরিবর্তন। জেনে নিন তার নিয়ম কানুন।

পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর। দেখে নিন সম্পূর্ণ প্রার্থী তালিকা।

পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর। দেখে নিন সম্পূর্ণ প্রার্থী তালিকা।

ইরানে বোমা হামলা ইসরায়েলের। বিশ্বযুদ্ধের আশঙ্কা।

ইরানে বোমা হামলা ইসরায়েলের। বিশ্বযুদ্ধের আশঙ্কা।

ভারতীয় অলিম্পিক পদক বিজয়ীদের একটি বিস্তৃত তালিকা।

ভারতীয় অলিম্পিক পদক বিজয়ীদের একটি বিস্তৃত তালিকা।

রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে (২৮ জুলাই) ভারতের সূচি।

রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে (২৮ জুলাই) ভারতের সূচি।

অলিম্পিক্সে জিতলেন লক্ষ্য, সাত্ত্বিক-চিরাগ, শুটিংয়ে পদকের লড়াইয়ে মনু, হকিতেও জয় ভারতের।

অলিম্পিক্সে জিতলেন লক্ষ্য, সাত্ত্বিক-চিরাগ, শুটিংয়ে পদকের লড়াইয়ে মনু, হকিতেও জয় ভারতের।