ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩: ভারত-পাক ম্যাচের আগে বিশেষ অনুষ্ঠান। পরিকল্পনা করছে বিসিসিআই।

ফুটবল বিশ্বকাপ বা অলিম্পিক গেমসে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু করতে চান আয়োজকরা। কিন্তু এবার একটু অন্য রকম হল ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩ এ। উল্টো পথে হাঁটলো বিসিসিআই। কোনও রকম উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই বিশ্বকাপের সূচনা করে দিয়েছে আয়োজক বিসিসিআই। যা নিয়ে সমালোচনা হচ্ছে সব দিকেই । সেই সমালোচনার মধ্যে ভারত পাকিস্তান ম্যাচে অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

শোনা যাচ্ছে ভারত পাকিস্তান ম্যাচের আগে একটি অনুষ্ঠান করতে চলেছে বিসিসিআই। আগামী ১৪ অক্টোবর বিশ্বকাপে চিরপতিদ্বন্দী ভারত পাকিস্তান মেগা ম্যাচ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এই ম্যাচকে স্মরণীয় করে রাখার জন্য ম্যাচ শুরুর আগে একটি জমকালো অনুষ্ঠান বিসিসিআই করতে চাইছে বলে জানা যাচ্ছে। অনুষ্ঠানটি দুপুর ১২:৪০ থেকে ১:১০ পর্যন্ত হবার কথা আছে।

২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করেছিল ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কা মিলিতভাবে। সেবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানটি হয়েছিল ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে

একাধিক জাতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ভারত পাকিস্তানের ম্যাচের আগে ৩০ মিনিটের একটি জমকালো অনুষ্ঠান করতে চাইছে বিসিসিআই। একটি লাইট শো এবং তারপর নাচের পারফরম্যান্স হবে, তবে স্পটলাইট থাকবে গায়ক অরিজিৎ সিং-এর উপর।

জয় শাহ ও অমিতাভ বচ্চন ,জয় শাহ ও অমিতাভ বচ্চন ,জয় শাহ ও রজনীকান্ত। ছবি সৌ : বিসিসিআই

আমেদাবাদে অনুষ্ঠিত ভারত পাকিস্তান ম্যাচ দেখার জন্য বিশেষ অতিথি হিসেবে গোল্ড এন্ট্রি কার্ড দেওয়া হয়েছিল কিছু বৈশিষ্ট্য ব্যক্তিজনকে। এদের মধ্যে রয়েছেন সচিন তেন্ডুলকার, অমিতাভ বচ্চন, রজনীকান্ত।

 

Related Posts

ভারতীয় অলিম্পিক পদক বিজয়ীদের একটি বিস্তৃত তালিকা।

ভারত সামগ্রিকভাবে এখনো পর্যন্ত ৩৫টি পদক জিতেছে। (সোনা ১০ টি। রুপো ৯টি । ব্রোঞ্জ ১৬ টি )। ভারতীয় অলিম্পিক বিজয়ীর নামের তালিকা ১৯০০ প্যারিস অলিম্পিক সংস্করণ থেকে অলিম্পিকে ভারত যে…

রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে (২৮ জুলাই) ভারতের সূচি।

রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে (২৮ জুলাই) ভারতের সূচি। শুটিং:- বেলা ১২টা ৪৫ মিনিট: মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের যোগ্যতা অর্জন পর্বের লড়াইয়ে নামবেন এলাভেনিল ভালারিভান ও রমিতা জিন্দল। দুপুর…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

আজ থেকে ট্রেনের টিকিট কাটার নিয়মে বড় পরিবর্তন। জেনে নিন তার নিয়ম কানুন।

আজ থেকে ট্রেনের টিকিট কাটার নিয়মে বড় পরিবর্তন। জেনে নিন তার নিয়ম কানুন।

পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর। দেখে নিন সম্পূর্ণ প্রার্থী তালিকা।

পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর। দেখে নিন সম্পূর্ণ প্রার্থী তালিকা।

ইরানে বোমা হামলা ইসরায়েলের। বিশ্বযুদ্ধের আশঙ্কা।

ইরানে বোমা হামলা ইসরায়েলের। বিশ্বযুদ্ধের আশঙ্কা।

ভারতীয় অলিম্পিক পদক বিজয়ীদের একটি বিস্তৃত তালিকা।

ভারতীয় অলিম্পিক পদক বিজয়ীদের একটি বিস্তৃত তালিকা।

রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে (২৮ জুলাই) ভারতের সূচি।

রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে (২৮ জুলাই) ভারতের সূচি।

অলিম্পিক্সে জিতলেন লক্ষ্য, সাত্ত্বিক-চিরাগ, শুটিংয়ে পদকের লড়াইয়ে মনু, হকিতেও জয় ভারতের।

অলিম্পিক্সে জিতলেন লক্ষ্য, সাত্ত্বিক-চিরাগ, শুটিংয়ে পদকের লড়াইয়ে মনু, হকিতেও জয় ভারতের।