ভারতের নির্বাচন কমিশন রাজ্যসভার নির্বাচনের দিন ঘোষণা করলো। সোমবার নির্বাচন কমিশন (ইসিআই) ঘোষণা করেছে যে ১৫টি রাজ্য থেকে রাজ্যসভার ৫৬টি আসনে ২৭ শে ফেব্রুয়ারি ভোট নেওয়া হবে।
রাজ্যসভা হল ভারতীয় সংসদের উচ্চকক্ষ। এই সভার সর্বোচ্চ সদস্য সংখ্যা ২৪৫। ভারতের রাষ্ট্রপতি শিল্প, সাহিত্য, বিজ্ঞান ও সমাজসেবার ক্ষেত্র থেকে ১২ জন নাগরিককে রাজ্যসভার জন্য মনোনীত করেন। এঁরা মনোনীত সদস্য বা কোরাম নামে পরিচিত। অন্যান্য সদস্যরা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিধানসভা, বিধান পরিষদ কর্তৃক নির্বাচিত হয়ে রাজ্যসভায় যান। আগামী ২রা এপ্রিল ১৩টি রাজ্যের ৫০ জন রাজ্যসভার সদস্যের মেয়াদ শেষ হতে চলেছে। বাকি দুটি রাজ্যের ছয় সদস্যের ৩রা এপ্রিল অবসর নেওয়ার কথা রয়েছে।
যে রাজ্যগুলিতে রাজ্যসভা নির্বাচন হবে তার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, গুজরাট, কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা , রাজস্থান, ওড়িশা, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, হরিয়ানা, এবং হিমাচল প্রদেশ।
কোন রাজ্যে কতগুলি আসনে ভোট নেওয়া হবে
- উত্তরপ্রদেশ – ১০ টি আসন
- মহারাষ্ট্র – ৬ টি আসন
- বিহার – ৬ টি আসন
- পশ্চিমবঙ্গ – ৫ টি আসন
- মধ্যপ্রদেশ- ৫ টি আসন
- গুজরাট- ৪ টি আসন
- কর্ণাটক – ৪ টি আসন
- অন্ধ্র প্রদেশ – ৩ টি আসন
- তেলেঙ্গানা – ৩ টি আসন
- রাজস্থান – ৩ টি আসন
- ওড়িশা – ৩ টি আসন
- উত্তরাখণ্ড – ১ টি আসন
- ছত্তিশগড় – ১ টি আসন
- হরিয়ানা – ১ টি আসন
- হিমাচল প্রদেশ – ১ টি আসন
পশ্চিমবঙ্গে পাঁচটি আসনের মধ্যে তৃণমূলের আবির বিশ্বাস , শুভাশীষ চক্রবর্তী, নাদিমুল হক , সন্তুনু সেন ও কংগ্রেসের অভিষেক মনু সিংভির মেয়াদ শেষ হচ্ছে ২রা এপ্রিল। এই পাঁচটি আসনের জন্য ভোট গ্রহণ করা হবে।
রাজ্যসভা নির্বাচন ২০২৪ সূচি
- ১) বিজ্ঞপ্তি জারি – ৮ই ফেব্রুয়ারি
- ২) মনোনয়ন দাখিলের শেষ তারিখ – ১৫ই ফেব্রুয়ারি
- ৩) মনোনয়ন যাচাই-বাছাই – ১৬ই ফেব্রুয়ারি
- ৪) প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ – ২০ই ফেব্রুয়ারি
- ৫) ভোটের তারিখ – ২৭শে ফেব্রুয়ারি
- ৬) ভোটের সময় সকাল – ৯ টা থেকে ৪ টা
- ৭) ভোট গণনা ২৭শে ফেব্রুয়ারি বিকেল – ৫টা