রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দিয়েছে। রাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে অধীর রঞ্জন চৌধুরী ও শুভেন্দু অধিকারী পৃথকভাবে দুটি মামলা দায়ের করেছিলেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা মামলায় এই রুল জারি করেছে হাই কোর্ট । আগামী ২৪ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। রুল জারির ফলে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহকে সশরীরে আদালতে আসতে হবে ও জানাতে হবে, কেন আদালতের নির্দেশ তিনি অমান্য করেছেন?
বিরোধী দলগুলি বারবারই পঞ্চায়েত নির্বাচনে রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছিল। আদালত কিছু নির্দেশ দেয় সে সময় যাতে সুষ্ঠভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হয়। নির্বাচন কমিশনার আদালতের সেই নির্দেশ মানেননি।আদালতের নির্দেশের অবমাননা হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনার আদালত অবমাননার কাজ করেছেন।
কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলায় রাজ্যে ভোটে কোনও হিংসা হলে তার দায় রাজ্য নির্বাচন কমিশনারকে নিতে হবে বলে আগে নির্দেশ দিয়েছিল আদালত । আদালতের নির্দেশের পরেও নিরাপত্তা পর্যাপ্ত ছিল না বলে অভিযোগ করে বিরোধী দল বিজেপি, কংগ্রেস ও বামফ্রন্ট।