তৃণমূল কংগ্রেস তার ইস্তেহার প্রকাশ করতে চলেছে। সূত্র মারফৎ জানা গেছে সাঁওতালি ভাষা ‘ওল চিকি’ এবং নেপালি সহ পাঁচটি ভাষায় এই ইস্তেহার প্রকাশিত হবে। টিএমসির ইস্তেহারটি মঙ্গলবার বা বুধবার প্রকাশিত হতে পারে বলে সূত্রটি জানিয়েছে।
বিজেপি, কংগ্রেস এবং ডিএমকে-র পরে বাংলায় ক্ষমতাসীন টিএমসি লোকসভায় চতুর্থ বৃহত্তম দল। এই বারের লোকসভা ভোটে রাজ্যে বিজেপি এবং বাম-কংগ্রেস জোটের বিরুদ্ধে টিএমসি ত্রিমুখী লড়াইয়ে রয়েছে।
পশ্চিমবঙ্গে মোট জনসংখ্যার ৫.৫ শতাংশ আদিবাসী। এদের মধ্যে প্রায় ৫১.৮ শতাংশ সাঁওতালি ভাষায় কথা বলেন।
রাজ্যের মোট এসটি জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষের বাসস্থান মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বর্ধমান। উত্তরে জলপাইগুড়ির , মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও প্রচুর এসটি জনসংখ্যা রয়েছে।
রাজ্যে উল্লেখযোগ্য সংখ্যায় গোর্খা রয়েছে, যারা বেশিরভাগ দার্জিলিং জেলার নিবাসী।
২০২১ সালের আদমশুমারি অনুসারে, পশ্চিমবঙ্গে নেপালি ভাষাভাষী মানুষের সংখ্যা প্রায় ১ লক্ষ্য ১৭ হাজার জন। দার্জিলিং এবং কালিম্পং জেলায় গোর্খাদের জনসংখ্যার ৪৬ শতাংশ এবং জলপাইগুড়িতে প্রায় সাত শতাংশ।
‘গোর্খাল্যান্ড’-এর আলাদা রাজ্যের দাবিতে দার্জিলিং ৮০ এর দশক থেকে হিংসার সাক্ষী। এই গোর্খা ভাষাভাষী মানুষদের কথা মনে করে টিএমসির ইস্তেহার নেপালি ভাষায় প্রকাশিত হতে পারে।
এর আগে গতকাল বিজেপি তার দিল্লির কেন্দ্রীয় অফিস থেকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত সাহ, রাজনাথ সিং ও জেপি নাড্ডা।
আরও পড়ুন : বিজেপি লোকসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করলো। সম্পূর্ণ ইস্তেহারটি দেখে নিন।