ভোট ঘোষণার আগেই প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির। পশ্চিমবঙ্গের ২০টি আসনের প্রার্থী ঘোষণা।

ভোট ঘোষণার আগেই প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির। আজ শনিবার যে ১৯৫ জন প্রার্থীর নাম  ঘোষনা করেছে বিজেপি, সেখানে উল্লেখযোগ্যভাবে ২৮ জন মহিলা প্রার্থীর নাম রয়েছে।

উত্তরপ্রদেশের ৫১টি, পশ্চিমবঙ্গের ২০টি, মধ্যপ্রদেশের ২৪টি, গুজরাট ও রাজস্থানের ১৫টি করে , কেরল থেকে ১২টি, তেলেঙ্গানার ৯টি আসন, আসামের ১১টি, ঝাড়খন্ড ও ছত্তিশগড় থেকে ১১টি করে ,দিল্লির ৫টি , J&K থেকে ২টি , উত্তরাখণ্ডের ৩টি , অরুণাচল প্রদেশের ২টি এবং গোয়া, ত্রিপুরা, আন্দামান ও নিকোবর এবং দমন ও দিউ থেকে ১টি করে আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি।

 ➡ লখনউ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

 ➡ উত্তরপ্রদেশের আমেঠি থেকে লড়বেন স্মৃতি ইরানি।

 ➡ মধ্যপ্রদেশের গুনা থেকে লোকসভা নির্বাচনে লড়বেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

পশ্চিমবাংলার প্রার্থী তালিকা

  • ১) বালুরঘাট – সুকান্ত মজুমদার
  • ২) কুচবিহার – নিশীত প্রামাণিক
  • ৩) আলিপুরদুয়ার – মনোজ টিক্কা
  • ৪) মালদহ উত্তর – খগেন মুর্মু
  • ৫) মালদহ দক্ষিণ – শ্রীরূপা ভাণ্ডারি
  • ৬) মুর্শিদাবাদ – গৌরীশঙ্কর ঘোষ
  • ৭) বনগাঁ – শান্তনু ঠাকুর
  • ৮) জয়নগর – অশোক কাণ্ডারী
  • ৯) যাদবপুর – অনির্বান গঙ্গোপাধ্যায়
  • ১০) হাওড়া – রথীন চক্রবর্তী
  • ১১) হুগলি – লকেট চট্টোপাধ্যায়
  • ১২) কাঁথি – সৌমেন্দু অধিকারী
  • ১৩) বিষ্ণুপুর – সৌমিত্র খান
  • ১৪) বহরমপুর – নির্মল কুমার সাহা
  • ১৫) ঘাটাল – হিরন্ময় চট্টোপাধ্যায়
  • ১৬) বাঁকুড়া – সুভাষ সরকার
  • ১৭) আসানসোল – পবন সিং
  • ১৮) বোলপুর – প্রিয়া সাহা
  • ১৯) রানাঘাট – জগন্নাথ সরকার
  • ২০) পুরুলিয়া – জ্যোতির্ময় সিং মাহাতো

বারাণসীতে প্রার্থী মোদী

বারাণসী থেকে প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৪ এবং ২০১৯ সালে ওই কেন্দ্র থেকেই জয়ী হয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি।

মধ্যপ্রদেশে থেকে প্রার্থী শিবরাজ সিংহ চৌহান

মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচন জিতলেও শিবরাজ সিংহ চৌহানকে মুখ্যমন্ত্রী করা হয়নি। এ বার তাঁকে লোকসভা ভোটে প্রার্থী করল বিজেপি। মধ্যপ্রদেশের বিদিশা থেকে তাকে লোকসভা ভোটের প্রার্থী করা হলো ।

গান্ধীনগর থেকে অমিত শাহ

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের গান্ধীনগর থেকে লড়বেন।

 

Related Posts

পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর। দেখে নিন সম্পূর্ণ প্রার্থী তালিকা।

পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর অনুষ্ঠিত হবে, যার ফলাফল ঘোষণা হবে ২৩শে নভেম্বর। যে ছয়টি কেন্দ্রে উপনির্বাচন হবে সেগুলি হল সিতাই (SC), মাদারিহাট (ST), নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর এবং…

তৃতীয় মোদী সরকারের ক্যাবিনেট মন্ত্রীদের সম্পূর্ণ তালিকা। শান্তনু ও সুকান্ত কি পেলেন?

নরেন্দ্র মোদি রবিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দ্বারা টানা তৃতীয় মেয়াদের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। ২০১৪ ও ২০১৯ এ বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতার সরকারের পর আবার ২০২৪ এ জোট সরকারের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

আজ থেকে ট্রেনের টিকিট কাটার নিয়মে বড় পরিবর্তন। জেনে নিন তার নিয়ম কানুন।

আজ থেকে ট্রেনের টিকিট কাটার নিয়মে বড় পরিবর্তন। জেনে নিন তার নিয়ম কানুন।

পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর। দেখে নিন সম্পূর্ণ প্রার্থী তালিকা।

পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর। দেখে নিন সম্পূর্ণ প্রার্থী তালিকা।

ইরানে বোমা হামলা ইসরায়েলের। বিশ্বযুদ্ধের আশঙ্কা।

ইরানে বোমা হামলা ইসরায়েলের। বিশ্বযুদ্ধের আশঙ্কা।

ভারতীয় অলিম্পিক পদক বিজয়ীদের একটি বিস্তৃত তালিকা।

ভারতীয় অলিম্পিক পদক বিজয়ীদের একটি বিস্তৃত তালিকা।

রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে (২৮ জুলাই) ভারতের সূচি।

রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে (২৮ জুলাই) ভারতের সূচি।

অলিম্পিক্সে জিতলেন লক্ষ্য, সাত্ত্বিক-চিরাগ, শুটিংয়ে পদকের লড়াইয়ে মনু, হকিতেও জয় ভারতের।

অলিম্পিক্সে জিতলেন লক্ষ্য, সাত্ত্বিক-চিরাগ, শুটিংয়ে পদকের লড়াইয়ে মনু, হকিতেও জয় ভারতের।