মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার বিপুল অংকের টাকা। নগদ অর্থের উৎসের ব্যাখ্যা পায়নি ইডি।

মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার বিপুল অংকের টাকা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেতা চন্দ্রনাথ সিনহার বাসভবন থেকে নগদ ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করলো।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানা গেছে, নগদ অর্থের উৎস ব্যাখ্যা করতে পারেননি চন্দ্রনাথ সিনহা। প্রমাণ সংগ্রহের জন্য কেন্দ্রীয় এজেন্সি মন্ত্রীর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বীরভূম জেলার বোলপুরে চন্দ্রনাথ সিনহার বাসভবন সহ শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির ঘটনায় বাংলার বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায়। এজেন্সির পাঁচ সদস্য শুক্রবার সকাল ৯ টায় মন্ত্রীর বাসভবনে যান। বোলপুরের নিচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়ির ২০টি বাড়ি পরেই থাকেন চন্দ্রনাথ সিনহা ।

দীর্ঘদিন ধরেই গরুপাচার ও নিয়োগ দুর্নীতি মামলায় উঠে আসছিল রাজ্যের এই মন্ত্রীর নাম। ২ বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে তলবও করে। সূত্রের খবর, ইডি আধিকারিকরা নিচুপট্টির বাড়িতে গেলেও সেখানে ছিলেন না মন্ত্রী। তখন তিনি ছিলেন মুরারইয়ের বাড়িতে। সেসময় নিচুপট্টির বাড়িতে ছিলেন মন্ত্রীর স্ত্রী ও দুই ছেলে। প্রায় ১৩ ঘন্টা পর শুক্রবার রাত ১০:৩০ টায় অভিযান শেষ করে ইডি র অফিসাররা বেরিয়ে যান। এই একই মামলায় কলকাতাতেও অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ইডি সূত্রে জানা যায় তৃণমূল কংগ্রেসের যুব শাখার নেতা কুন্তল ঘোষের কাছ থেকে একটি রেজিস্টার উদ্ধার হয়েছিল যেখানে চন্দ্রনাথ সিনহার নাম উল্লেখ রয়েছে। কুন্তল ঘোষকে এর আগে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির অভিযোগে সংস্থা গ্রেপ্তার করেছিল।

ইডি সূত্রে আরও জানা গেছে যে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে কয়েকশো কোটি টাকার লেনদেন করা হয়েছে এবং ইডি মনে করে যে তার বেশিরভাগ অর্থ বিভিন্ন স্থানে স্থানান্তরিত হয়েছে এবং এখনও সেই টাকা পুনরুদ্ধার করা যায়নি।

 

Related Posts

পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর। দেখে নিন সম্পূর্ণ প্রার্থী তালিকা।

পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর অনুষ্ঠিত হবে, যার ফলাফল ঘোষণা হবে ২৩শে নভেম্বর। যে ছয়টি কেন্দ্রে উপনির্বাচন হবে সেগুলি হল সিতাই (SC), মাদারিহাট (ST), নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর এবং…

রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাই কোর্ট।মমতা জানান, “রায় আমি মানি না।”

২০১০ সালের পর তৃণমূল শাসনে দেওয়া রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাই কোর্ট। বুধবার কলকাতা হাইকোর্ট একটি রায়ে জানিয়েছে, আজকের পর থেকে বাতিল হওয়া ওবিসি শংসাপত্র আর…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

আজ থেকে ট্রেনের টিকিট কাটার নিয়মে বড় পরিবর্তন। জেনে নিন তার নিয়ম কানুন।

আজ থেকে ট্রেনের টিকিট কাটার নিয়মে বড় পরিবর্তন। জেনে নিন তার নিয়ম কানুন।

পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর। দেখে নিন সম্পূর্ণ প্রার্থী তালিকা।

পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর। দেখে নিন সম্পূর্ণ প্রার্থী তালিকা।

ইরানে বোমা হামলা ইসরায়েলের। বিশ্বযুদ্ধের আশঙ্কা।

ইরানে বোমা হামলা ইসরায়েলের। বিশ্বযুদ্ধের আশঙ্কা।

ভারতীয় অলিম্পিক পদক বিজয়ীদের একটি বিস্তৃত তালিকা।

ভারতীয় অলিম্পিক পদক বিজয়ীদের একটি বিস্তৃত তালিকা।

রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে (২৮ জুলাই) ভারতের সূচি।

রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে (২৮ জুলাই) ভারতের সূচি।

অলিম্পিক্সে জিতলেন লক্ষ্য, সাত্ত্বিক-চিরাগ, শুটিংয়ে পদকের লড়াইয়ে মনু, হকিতেও জয় ভারতের।

অলিম্পিক্সে জিতলেন লক্ষ্য, সাত্ত্বিক-চিরাগ, শুটিংয়ে পদকের লড়াইয়ে মনু, হকিতেও জয় ভারতের।