২৬/১১-র মুম্বই হামলার মাস্টার মাইন্ড তথা কুখ্যাত লস্কর জঙ্গি হাফিজ সইদের সময় ভালো যাচ্ছে না।প্রথমে ছেলের অপহরণ তারপর এক ঘনিষ্ঠ সহযোগী খুন। এক এক করে খুন হচ্ছে দলের সদস্যরা। এবার সেই তালিকায় উঠল মুফতি কায়সার ফারুকের নাম। এই নিয়ে গত এক মাসে পাকিস্তানে খুন হল চার জঙ্গিনেতা।
সূত্রের খবর, রবিবার অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা করাচির রাস্তায় ফারুককে গুলিতে ঝাঁঝরা করে দেয়। নিহত জঙ্গি লস্কর-ই-তৈবার একেবারে প্রথম দিকের সক্রিয় সদস্য ছিল।
গতমাসে আরেক লস্কর জঙ্গি মৌলানা জিয়াউর রহমান করাচির একটি পার্কে যখন সে সান্ধ্য ভ্রমণ করছিল তখন একই কায়দায় তাকে খুন করে বাইকে চম্পট দেয় আততায়ীরা।
এদিকে,২৬ সেপ্টেম্বর থেকে হাফিজ পুত্র কামালউদ্দিন সইদের কোনও খোঁজ মিলছে না বলে সোশাল মিডিয়ায় জানা গেছে । কামালউদ্দিনকে পেশোয়ার থেকে অজ্ঞাত পরিচয় মুখোশধারী কয়েকজন একটি SUV গাড়িতে করে এসে অপহরণ করে।
https://twitter.com/MrSinha_/status/1708186812307669269
পাকিস্তান সংবাদমাধ্যম গুলির একাংশের দাবি, কামালউদ্দিনকে অপহরণ করে খুন করে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI। প্রমাণ লোপাট করতে তার লাশ লুকিয়ে দেওয়া হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে ISI। হাফিজ পুত্রের অপহরণের ব্যাপারে কিছুই জানা নেই বলে স্পষ্ট করেছে পাক গুপ্তচর সংস্থা ISI।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, শনিবার করাচির সামানাবাদ এলাকায় একটি ধর্মীয় স্থানে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা ৩০ বছর বয়সি কায়সারের ওপর হামলা চালায় ও খুন করে বলে ধারণা করা হচ্ছে।