বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার জন্য সমুদ্র থেকে হু হু করে জলীয়বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। তার প্রভাবে কানকানে ঠান্ডায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে , বঙ্গোপসাগরে আবারও উচ্চচাপ বলয় তৈরি হয়েছে এবং তার প্রভাবে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। তাই মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে কুয়াশা ও হালকা বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে হাওয়া অফিস।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের মোট পাঁচটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়াতে। পরদিন অর্থাৎ বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও হালকা বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোনো জেলাতে। কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টির সঙ্গে ভারী কুয়াশা থাকবে আগামী কয়েক দিন।
আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এর কারণে তাপমাত্রা কিছুটা বাড়বে। বৃষ্টির আবহাওয়া কেটে গেলে ঠান্ডা আবার ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের পর থেকে আস্তে আস্তে ঠান্ডা চলে যাবে মনে করা হচ্ছে।
দক্ষিণবঙ্গের সাথে সাথে উত্তরবঙ্গেও মঙ্গলবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বভাস রয়েছে। পাহাড়ী এলাকায় তুষারপাত হতে পারে।