পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর অনুষ্ঠিত হবে, যার ফলাফল ঘোষণা হবে ২৩শে নভেম্বর। যে ছয়টি কেন্দ্রে উপনির্বাচন হবে সেগুলি হল সিতাই (SC), মাদারিহাট (ST), নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর এবং তালডাংরা৷

এই উপনির্বাচনকে তৃণমূলের অগ্নিপরীক্ষা বলে মনে করছেন অনেকেই। বেশিরভাগ সময় উপনির্বাচনের ফল শাসকদলের পক্ষে যায়। যে ৬টি কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে তার মধ্যে ৫টি কেন্দ্রই ছিল তৃণমূলের দখলে। বর্তমান পরিস্থিতিতে ছয়ে ছয়ের নীচে ফল হলেই আরজিকর কাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আরও চেপে ধরবে বিরোধীদল। তাই ভোটের রেজাল্ট ৬-০ করে তৃণমূল প্রমাণ করতে চাইছে আরজিকর কাণ্ডে ডাক্তারদের আন্দোলনে কোনও প্রভাব ফেলেনি সাধারণ মানুষের মধ্যে।

কেন্দ্র, দলের নাম, ও প্রার্থী তালিকা নিচে দেওয়া হল-

সিতাই (SC) (কোচবিহার)

  • তৃণমূল কংগ্রেস – সঙ্গীতা রায়
  • বিজেপি – দীপক কুমার রায়
  • কংগ্রেস – হরিহর রায় সিংহ
  • বামফ্রন্ট – অরুন কুমার বর্মা (ফরোয়ার্ড ব্লক প্রার্থী)

মাদারিহাট (ST) (আলিপুরদুয়ার)

  • তৃণমূল কংগ্রেস – জয়প্রকাশ টোপ্পো
  • বিজেপি – রাহুল লোহার
  • কংগ্রেস – বিকাশ চম্প্রমারি মেরি
  • বামফ্রন্ট – পাদম ওঁরাও (আরএসপি প্রার্থী)

নৈহাটি

  • তৃণমূল কংগ্রেস – সনৎ‌ দে
  • বিজেপি – রূপক মিত্র
  • কংগ্রেস – পরেশনাথ সরকার
  • বামফ্রন্ট – দেবজ্যোতি মজুমদার (সিপিআই (এমএল) লিবারেশন প্রার্থী) 

হাড়োয়া (উত্তর ২৪ পরগনা)

  • তৃণমূল কংগ্রেস – শেখ রবিউল ইসলাম
  • বিজেপি – বিমল দাস
  • কংগ্রেস – হাবিব রেজা চৌধুরী
  • আইএসএফ – পিয়ারুল গাজী (বামফ্রন্ট সমর্থিত)

মেদিনীপুর

  • তৃণমূল কংগ্রেস – সুজয় হাজরা
  • বিজেপি – শুভজিৎ রায়
  • কংগ্রেস – শ্যামল কুমার ঘোষ
  • বামফ্রন্ট – মনিকুন্তল খামরুই (সিপিআই প্রার্থী)

তালডাংরা (বাঁকুড়া)

  • তৃণমূল কংগ্রেস – ফাল্গুনি সিংহরায়
  • বিজেপি – অনন্যা রায় চক্রবর্তী
  • কংগ্রেস – তুষারকান্তি সন্নিগ্রাহী
  • বামফ্রন্ট – দেবকান্তি মোহান্তি (সিপিআইএম প্রার্থী)

আরও পড়ুন : ইরানে বোমা হামলা ইসরায়েলের। বিশ্বযুদ্ধের আশঙ্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *