এশিয়ান গেমসে ২০তম সোনা জিতল ভারত। স্কোয়াশের মিক্সড ডাবলস ফাইনালে দীপিকা পল্লীকাল এবং হরিন্দর পাল সিংহ সান্ধু। স্কোয়াশে এটি দ্বিতীয় সোনা। ফাইনালে তাঁরা মালয়েশিয়ার হারালেন ১১-১০, ১১-১০ পয়েন্টে।আরও একটি পদক নিশ্চিত করেছেন সৌরভ ঘোষাল।
🥇𝐈𝐧𝐝𝐢𝐚𝐧 𝐒𝐪𝐮𝐚𝐬𝐡 𝐑𝐞𝐢𝐠𝐧𝐬 𝐒𝐮𝐩𝐫𝐞𝐦𝐞!🌟
Our dynamic mixed doubles team of @DipikaPallikal and @sandhu_harinder clinches GOLD, defeating Malaysia by a score of 2-0 in the final at #AsianGames2022!💥🥳
Join us in celebrating this golden achievement and sending… pic.twitter.com/d1GiaRVh4q
— SAI Media (@Media_SAI) October 5, 2023
আরও পড়ুন : ভারতের ১৯তম ও তীরন্দাজিতে দ্বিতীয় সোনা।
মালয়েশিয়ার আজ়মান আইফা এবং মহম্মদ কামালের কাছে ফাইনালের শুরুতে কিছুটা পিছিয়ে পড়েছিলেন দীপিকা হারিন্দর জুটি।একটা সময় ২-৫ ব্যবধানে পিছিয়ে পড়ে । অনবদ্য লড়াই করে ম্যাচে ফিরে আসে ও ১১-১০,১১-১০ এ ফাইনাল জিতে নেয় দীপিকা এবং হরিন্দর। স্কোয়াশে দুটি সোনা সহ চার টি পদক জিতল ভারত। ভারতের এখন পর্যন্ত সোনা হল ২০ টি।