চতুর্থ দিনের সকালেই পঞ্চম সোনা এলো ভারতের ঘরে। সোনা জিতলেন সিফট কৌর সামরা ।
এশিয়ান গেমস ২০২৩-এর মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩পি ইন্ডিভিজুয়াল ইভেন্টে সিফট কৌর সামরা হ্যাংজুতে সোনা জিতেছে। বুধবার সিফট বিশ্ব রেকর্ড, এশিয়ান রেকর্ড, এশিয়ান গেমসের রেকর্ড ভেঙেছে।ফাইনালে ৪৬৯.৬ পয়েন্ট স্কোর করল সিফট। শুটিং থেকে এটাই প্রথম ব্যক্তিগত সোনা ভারতের। শুরু থেকেই লিড নিয়েছিল সিফট। শেষ পর্যন্ত তাঁকে সরানো যায়নি।
আরও পড়ুন : ভারতের চতুর্থ সোনা। মহিলাদের ২৫ মিটার পিস্তলের দলগত ইভেন্টে।
Many congratulations to @SiftSamra on winning the Gold Medal in the Women’s 50M 3P event with a WORLD RECORD. An absolutely fantastic and consistent performance throughout to cruise to the Gold. Her second medal of the day!
Let’s #Cheer4india#WeAreTeamIndia | #IndiaAtAG22 pic.twitter.com/6ZIQFyPQre
— Team India (@WeAreTeamIndia) September 27, 2023
চলতি বছরের মে মাসে বাকু বিশ্ব মিটে গ্রেট ব্রিটেনের শুটার সিওনায়েড ম্যাকইনটস এই ইভেন্টেই করেছিলেন বিশ্বরেকর্ড। ৪৬৭ পয়েন্ট স্কোর ছিল তাঁর। সেই রেকর্ড হেলায় ভেঙে দিলেন সিফট।
এদিকে একই ইভেন্টে ৪৫১.৯ পয়েন্ট স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন আশি চৌকসে।