“যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে তার দুই বন্ধু ভারত ও কানাডার মধ্যে একটিকে বেছে নিতে হয়, তবে ভারতকে বেছে নেব” ভারত-কানাডা বিতর্কে এমনটাই বললেন প্রাক্তন পেন্টাগন অধিকর্তা।
“If US has to choose between two friends, it will choose India”: Former Pentagon official on India-Canada row
Read @ANI Story | https://t.co/BtdmVWiJEH#MichaelRubin #India #Canada #Pentagon pic.twitter.com/3UmXANEvxu
— ANI Digital (@ani_digital) September 23, 2023
জাস্টিন ট্রুডোর ভারত বিরোধী বক্তব্যের পর নয়া দিল্লি ও অটোয়ার মধ্যে সম্পর্ক এখন তলানিতে। এখন ভারতে, কানাডিয়ান নাগরিকদের জন্য ভিসা পরিষেবা শনিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে।বিগত দিনের ইতিহাসে ভারত কানাডার বিরুদ্ধে এত কঠিন পদক্ষেপ আগে কোনদিন নেয়নি।
বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশ ভারত – কানাডার এই সম্পর্কের দিকে নজর রাখছে। ভারতের কূটনীতির জন্য শক্তিধর দেশগুলির অনেকেই ভারতের পক্ষে। ঠিক এই পরিস্থিতিতে পেন্টাগনের প্রাক্তন অধিকর্তার ভারতের পক্ষে এরূপ বয়ান কানাডাকে প্রচন্ড চাপে ফেলে দিল।
ভারতের ক্রমবর্ধমান অর্থনীতি, ১৪০ কোটি মানুষের বাজার ও ফলপ্রসূ কূটনীতি পৃথিবীর শক্তিধর দেশ গুলিকে ভারতের পক্ষে দাঁড়াতে বাধ্য করছে বলে বিশেষজ্ঞ মহলের মত।
আরও পড়ুন : একজন সিনিয়র কানাডিয়ান কূটনীতিককে বহিষ্কার করল ভারত সরকার।
ভারত ও কানাডার মধ্যে জনসংখ্যার তুলনা –
কানাড়ার জনসংখ্যা ৩.৮৮ কোটি যেটি পৃথিবীর জনসংখ্যার (৮০৪.৫৩ কোটি ) মাত্র ০.৪৮ %।
পৃথিবীতে জনসংখ্যার ভিত্তিতে কানাডার স্থান ৩৮ ।
ভারতের জনসংখ্যা ১৪০ কোটি যা পৃথিবীর জনসংখ্যার ১৭.৭৬ %।
পৃথিবীতে জনসংখ্যার ভিত্তিতে ভারতের স্থান ১ ।
ভারত ও কানাডার মধ্যে GDP র তুলনা –
কানাডার জিডিপি US$ ২.০৮৯ ট্রিলিয়ন। কানাডা নবম বৃহত্তম অর্থনীতি।
ভারতের জিডিপি US$ ৩.৭৪০ ট্রিলিয়ন। ভারত পঞ্চম বৃহত্তম অর্থনীতি।
কৌশল গত ও কূটনৈতিক দিক থেকে আমেরিকা ও অন্যান্য শক্তিধর দেশের কাছে ভারতের গুরুত্ব অনেক বেশি।