এশিয়ান গেমসে পুরুষদের হকির ফাইনালে আজ ভারত জাপানকে ৫-১ গোলে পরাজিত করে স্বর্ণপদক জিতেছে। গত এশিয়ান গেমসে ফাইনালে উঠতে পারিনি ভারত। গতবারের ব্রঞ্চ এবার সোনায় পরিবর্তিত হল।এশিয়ান গেমসের ইতিহাসে এটি ভারতীয় হকি দলের চতুর্থ স্বর্ণপদক।
You say dominance, we hear Indian men's hockey team 💪🔥#MenInBlue delivered a resounding 5️⃣-1️⃣ triumph over 🇯🇵 in the #AsianGames final, seizing the 🥇 with authority 🤫 🏑#SonySportsNetwork #Cheer4India #Hangzhou2022 #IssBaar100Paar #TeamIndia | @Media_SAI @TheHockeyIndia pic.twitter.com/V5ww1iKlgB
— Sony Sports Network (@SonySportsNetwk) October 6, 2023
টাইমলাইন
- প্রথম কোয়ার্টার গোলশূন্য থেকে যায়।
- ২৫ মিনিটে রিভার্স হিটে প্রথম গোলটি করে মনপ্রীত।
- ৩০’ হাফ টাইমে ভারত ১-০ তে এগিয়ে থাকে।
- ৩২’ ভারতের দ্বিতীয় গোলটি পেনাল্টি কর্নার থেকে করে হরমনপ্রীত সিং।
- ৩৬’ ভারতের জন্য ৩ নং গোলটি করে অমিত রোহিদাস।
- তৃতীয় কোয়ার্টারের শেষে ফল ভারতের পক্ষে ৩-০।
- ৪৮’ ভারতের চতুর্থ গোলটি করে অভিষেক।
- ৫১’ জাপানের হয়ে গোল করে টানাকা সেরেন।
- ৫৯’ ভারতের হয়ে পঞ্চম কলটি করে ক্যাপ্টেন হরমনপ্রীত সিং।
এশিয়ান গেমসে সোনা পাওয়ার জন্য ভারত সরাসরি প্যারিস অলিম্পিক ২০২৪ এ জায়গা করে নিল।
ভারতের পদক তালিকা : (মোট ৯৫)
সোনা – ২২
রুপো – ৩৪
ব্রোঞ্জ – ৩৯