এশিয়ান গেমসে পুরুষদের হকির ফাইনালে আজ ভারত জাপানকে ৫-১ গোলে পরাজিত করে স্বর্ণপদক জিতেছে। গত এশিয়ান গেমসে ফাইনালে উঠতে পারিনি ভারত। গতবারের ব্রঞ্চ এবার সোনায় পরিবর্তিত হল।এশিয়ান গেমসের ইতিহাসে এটি ভারতীয় হকি দলের চতুর্থ স্বর্ণপদক।
https://twitter.com/SonySportsNetwk/status/1710287984673566864
টাইমলাইন
- প্রথম কোয়ার্টার গোলশূন্য থেকে যায়।
- ২৫ মিনিটে রিভার্স হিটে প্রথম গোলটি করে মনপ্রীত।
- ৩০’ হাফ টাইমে ভারত ১-০ তে এগিয়ে থাকে।
- ৩২’ ভারতের দ্বিতীয় গোলটি পেনাল্টি কর্নার থেকে করে হরমনপ্রীত সিং।
- ৩৬’ ভারতের জন্য ৩ নং গোলটি করে অমিত রোহিদাস।
- তৃতীয় কোয়ার্টারের শেষে ফল ভারতের পক্ষে ৩-০।
- ৪৮’ ভারতের চতুর্থ গোলটি করে অভিষেক।
- ৫১’ জাপানের হয়ে গোল করে টানাকা সেরেন।
- ৫৯’ ভারতের হয়ে পঞ্চম কলটি করে ক্যাপ্টেন হরমনপ্রীত সিং।
এশিয়ান গেমসে সোনা পাওয়ার জন্য ভারত সরাসরি প্যারিস অলিম্পিক ২০২৪ এ জায়গা করে নিল।

ভারতের পদক তালিকা : (মোট ৯৫)
সোনা – ২২
রুপো – ৩৪
ব্রোঞ্জ – ৩৯