শুটিংয়ে একের পর এক পদক জিতছে ভারত। শুক্রবার সকাল থেকেই পদক জয় শুরু। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে সোনা ভারতের।
বিশ্বরেকর্ড গড়ে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে ভারতের সোনা । ঐশ্বর্য প্রতাপ সিংহ তোমর, স্বপ্নিল কুশল এবং অখিল শিয়োরান সোনা এনে দিলেন এশিয়ান গেমসে।
আজ, শুক্রবার শুটিং থেকে ১৫তম পদক ও সপ্তম সোনা এনে দিল প্রতাপ, কুশলেরা। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে তাঁরা তিন জনে মিলে ১৭৬৯ পয়েন্ট স্কোর করেন। এর আগে ১৭৬১ পয়েন্ট ছিল বিশ্ব রেকর্ড। দ্বিতীয় স্থানে শেষ করে চিন। তারা পায় ১৭৬৩ পয়েন্ট। সেটাও শেষ বিশ্ব রেকর্ডের থেকে বেশি ছিল।
আরও পড়ুন: ভারতের ষষ্ঠ সোনা। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল টিম ইভেন্টে।
World Record Alert + Gold Number 7 for #TeamIndia 🔥
Once again it's our precision shooters who take us to the podium at the 19th #AsianGames 💙
ISS BAAR 💯 PAAR 🥇#SonySportsNetwork #Cheer4India #Hangzhou2022 #Shooting #IssBaar100Paar | @Media_SAI pic.twitter.com/pSyQ7tOLHX
— Sony Sports Network (@SonySportsNetwk) September 29, 2023
এশিয়ান গেমসে শুটিং থেকে ভারতের সব থেকে বেশি পদক জয়ের রেকর্ডও ভেঙে দিলেন প্রতাপেরা। দোহাতে ভারতের শুটারেরা ১৪টি পদক জিতেছিলেন। সেই রেকর্ড ভেঙে গেল শুক্রবার।