এক ব্যবসায়ীর কাছ থেকে অর্থ ও উপহারের বিনিময়ে লোকসভায় প্রশ্ন করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এই অভিযোগ তুলে লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে চিঠি পাঠালেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। আইনজীবী অনন্ত দেহাদরি মহুয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে সিবিআই প্রধানকে চিঠি দিয়েছেন।
BJP MP Nishikant Dubey writes to Lok Sabha Speaker Om Birla demanding to constitute an inquiry committee against TMC MP Mahua Moitra and her immediate suspension from the House alleging that 'bribes were exchanged between Mahua Moitra and businessman Darshan Hiranandani to ask… pic.twitter.com/aLnosIhJqZ
— ANI (@ANI) October 15, 2023
দু’জনেরই অভিযোগ ব্যবসায়ী দর্শন হিরনানদানির থেকে অর্থ নিয়ে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলেছেন মহুয়া। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম জড়িয়েছেন মহুয়া।
ঝাড়খণ্ডের লোকসভার বিজেপি সাংসদ নিশিকান্ত রবিবার স্পিকারকে একটি চিঠি পাঠান । তাতে মহুয়ার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গ এবং সংসদের অবমাননার অভিযোগ আনেন। তাঁর দাবি ব্যবসায়ী হিরনানদানির স্বার্থ রক্ষা করার জন্য নগদ টাকা এবং উপহারের বিনিময়ে প্রায় ৫০টি প্রশ্ন লোকসভায় তুলেছেন তৃণমূল সাংসদ মহুয়া। শুধু অভিযোগ তোলাই নয়, বিষয়টিকে ফৌজদারি অপরাধ বলেও দাবি করেছেন নিশিকান্ত।
নিশিকান্ত স্পিকারকে চিঠি পাঠানোর আগেই শনিবার সিবিআইয়ের ডিরেক্টর প্রবীণ সুদকে তদন্তের আর্জি জানিয়ে চিঠি লিখেছেন আইনজীবী দেহাদরি।
যে কোনও তদন্তের জন্য তিনি তৈরি, আদানি ও বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে এক্স এ পোস্ট করেছেন মহুয়া।
নিজের এক্স হ্যান্ডেলে মহুয়া একের পর এক অনেকগুলি পোস্ট করেন।
‘‘আদানি গোষ্ঠী যদি আমাকে চুপ করানোর জন্য বা আমাকে নীচে নামানোর জন্য সঙ্ঘবাদী আর ভুয়ো ডিগ্রিওয়ালাদের মিথ্যা দলিলে বিশ্বাস করে থাকে, তবে আমি বলব, আপনাদের সময় নষ্ট করবেন না বরং আইনজীবীদের ভাল কাজে ব্যবহার করুন।’’ তিনি এক্স হ্যান্ডেলে লেখেন।
If Adani group is relying on dodgy dossier created by dubious Sanghis & circulated by fake degree wallahs to either shut me up or bring me down I would advise them not to waste their time.
Use your lawyers wisely.— Mahua Moitra (@MahuaMoitra) October 15, 2023
অন্য একটি এক্স বার্তায় তিনি বলেন
‘‘এই সব ভুয়ো ডিগ্রিওয়ালা এবং বিজেপির তথাকথিত প্রাজ্ঞদের বিরুদ্ধে বহু সুবিধা লঙ্ঘনের অভিযোগের বিচার বাকি আছে। আমার বিরুদ্ধে যে কোনও প্রস্তাব আপনারা সংসদে আনতে পারেন। তবে আশা করব তার আগে মাননীয় স্পিকার এই বকেয়া বিষয়গুলি মেটাবেন।’’
আদানি সম্বন্ধে তিনি লেখেন
‘‘আশা করব, কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি আমার চৌকাঠে পৌঁছনোর আগে আদানির কয়লা দুর্নীতি নিয়ে অন্তত একটি এফআইআর দায়ের করবে।’’
এখানেই না থেমে মহুয়া আরও লিখেছেন,
‘‘আদানি হয়তো বিজেপির সংস্থাগুলিকে ব্যবহার করে তার প্রতিযোগীদের দৌড় থেকে ছিটকে দেওয়ার চেষ্টা করতে পারে। এয়ারপোর্টও কিনতে পারে। কিন্তু আমার সঙ্গে এক বার চেষ্টা করে দেখুক।
Also welcome @CBIHeadquarters enquiry into my alleged money laundering right after they finish investigating Adani’s offshore money trail, over invoicing, benami accounts.
Adani may use BJP agencies to browbeat competition & buy airports but just try doing it with me.
— Mahua Moitra (@MahuaMoitra) October 15, 2023