রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের তিনটি রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়ী ১২ জন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্যের (এমপি) মধ্যে ১০ জন বুধবার তাদের লোকসভা আসন থেকে পদত্যাগ করেছেন।
বিজেপি সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে লোকসভার ৯ জন সংসদ সদস্য স্পিকারের সাথে দেখা করে তাদের পদত্যাগপত্র জমা দেন। বাকি একজন রাজ্যসভার সাংসদ কিরোরি লাল মীনা রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
মধ্যপ্রদেশের যারা পদত্যাগপত্র দিলেন তারা হলেন নরেন্দ্র তোমর, প্রহ্লাদ প্যাটেল, রিতি পাঠক, রাকেশ সিং, উদয় প্রতাপ সিং। রাজস্থান থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাজ্যবর্ধন রাঠোর, কিরোদি লাল মীনা (রাজ্যসভা সাংসদ) এবং দিয়া কুমারী, আর অরুণ সাও এবং ছত্তিশগড় থেকে সাংসদ গোমতি সাই পদত্যাগ পত্র দিয়েছেন।
মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে নরসিংপুর কেন্দ্র থেকে জয়ী বিজেপি নেতা প্রহ্লাদ প্যাটেল এমপি পদ থেকে পদত্যাগ করার পরে বলেছেন, “বিজেপি সভাপতি জেপি নাড্ডার সাথে দেখা করার পরে আমি লোকসভা সাংসদ পদ থেকে পদত্যাগ করেছি। শীঘ্রই, আমিও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করব।”
VIDEO | "After meeting BJP president JP Nadda, I have resigned as Lok Sabha MP. Soon, I will also resign from the Cabinet," says BJP leader @prahladspatel, who won the Madhya Pradesh Assembly elections from Narsingpur constituency. pic.twitter.com/4RMwXccHz8
— Press Trust of India (@PTI_News) December 6, 2023
রাজস্থানের লোকসভা সাংসদ বাবা বালকনাথ, এবং ছত্তিশগড় থেকে জয়ী আদিবাসী বিষয়ক প্রতিমন্ত্রী রেনুকা সিং এখনও তাদের পদত্যাগ জমা দেননি। শোনা যাচ্ছে তাদের লোকসভায় পৌঁছাতে দেরি হওয়ার জন্য তারা আজ পদত্যাগ পত্র জমা করতে পারেননি। খুব তাড়াতাড়ি এই দুজনও সংসদ পদ থেকে পদত্যাগ করবেন।
সংবিধানের নিয়ম অনুযায়ী কোন সাংসদ যদি বিধানসভা নির্বাচনে জয়লাভ করেন তবে সেই সংসদকে ১৪ দিনের মধ্যে একটি আসন ছাড়তে হবে অন্যথায় সংবিধানের বিধান অনুসারে সেই সংসদ তাঁর সংসদ সদস্যপদ হারাবেন।
বিজেপি এবার পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ২১ জন সাংসদকে প্রার্থী করেছিল। যার মধ্যে নয় জন বিধানসভা নির্বাচনে হেরেছে।
পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্রিশগড়ে বিজেপি বড় ব্যবধানে জয়লাভ করেছে। রাজনীতির বিশেষজ্ঞদের ধারণা এই ১২ জন সাংসদ যারা বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন তাদের মধ্যে অনেকেই রাজ্যের মন্ত্রিসভায় জায়গা পাবেন।