বিতর্কের কেন্দ্রে আবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রকাশ্যে এক মহিলাকে চুমু খাওয়ায় তাঁকে ৯৯ বার বেত মারার শাস্তি দেওয়া হয়েছে। এই খবর ছড়িয়েছে নিমেষের মধ্যে । ঘটনাটি ঘটেছে ইরানে। রোনাল্ডোর শাস্তির কথা প্রকাশ্যে আসতেই বিবৃতি দিয়ে অবস্থান পরিষ্কার করেছে ইরান সরকার।
পর্তুগিজ সুপারস্টার, যিনি বর্তমানে সৌদি আরবে আল-নাসরের হয়ে খেলেন, গত মাসের ১৭ই সেপ্টেম্বর ইরানের ক্লাব পারসিপোলিসের বিরুদ্ধে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে ইরান গিয়েছিলেন। ম্যাচের আগে, তাকে ভক্তরা অভ্যর্থনা জানিয়ে বিভিন্ন উপহার দেয়।
সেই সময় ফাতিমা হামামি রোনাল্ডোর সঙ্গে দেখা করতে যান। তিনি একজন প্রতিবন্ধী চিত্রশিল্পী, হাতের বদলে পায়ে করে ছবি আঁকেন। নিজের আঁকা দু’টি ছবি তিনি উপহার দেন রোনাল্ডোকে। কৃতজ্ঞতার সেই মুহুর্তে, ৩৮ বছর বয়সী রোনাল্ডো শিল্পীকে আলিঙ্গন করেন এবং তার কপালে চুমু খান।
এই ঘটনাটি সামনে আসতেই বিতর্ক শুরু হয় ইরানে। ইরানের আইন অনুযায়ী, কোনও বিবাহিত বা নারী সঙ্গী থাকা পুরুষ অন্য কোনও মহিলার শরীর স্পর্শ করলে সেটি বিশাল অপরাধ। দীর্ঘ দিন ধরে জর্জিনা রদ্রিগেজের সঙ্গে সম্পর্কে রয়েছেন রোনাল্ডো। তাঁদের সন্তানও রয়েছে। তাই ফাতিমাকে চুমু খেয়ে নাকি অপরাধ করেছেন রোনাল্ডো। শোনা যায়, ইরানের আইন অনুযায়ী তাঁকে ৯৯ বার বেত মারার শাস্তি দেওয়া হবে।
যদিও শাস্তির খবর উড়িয়ে দিয়েছে ইরান সরকার। পর্তুগিজ তারকার ওপর এই ধরনের কোনো শাস্তির দাবি অস্বীকার করেছে এবং X হ্যান্ডেলে একটি বিবৃতি পোস্ট করেছে-
‘‘ইরানে এক জন আন্তর্জাতিক ক্রীড়াবিদের শাস্তি নিয়ে যে খবর শোনা যাচ্ছে তা অসত্য। এই ধরনের খবর মানুষের মনে বিভ্রান্তি তৈরি করতে পারে। তাই কেউ এই খবর ছড়াবেন না।’’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘’১৮ ও ১৯ সেপ্টেম্বর ফুটবল খেলতে ইরানে এসেছিলেন রোনাল্ডো। তাঁকে এখানে সবাই স্বাগত জানিয়েছেন। সেখানে চিত্রশিল্পী ফাতিমার সঙ্গে তাঁর পরিচয় হয়েছে। এতে ভুল কিছু নেই।’’
Desmentimos rotundamente la emisión de cualquier fallo judicial contra cualquier deportista internacional en Irán. Es motivo de preocupación que la publicación de noticias tan infundadas pueda eclipsar los crímenes de lesa humanidad y los crímenes de guerra contra la oprimida… pic.twitter.com/51xw40L7Gp
— Embajada de Irán en España (@IraninSpain) October 13, 2023