ফুটবল বিশ্বকাপ বা অলিম্পিক গেমসে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু করতে চান আয়োজকরা। কিন্তু এবার একটু অন্য রকম হল ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩ এ। উল্টো পথে হাঁটলো বিসিসিআই। কোনও রকম উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই বিশ্বকাপের সূচনা করে দিয়েছে আয়োজক বিসিসিআই। যা নিয়ে সমালোচনা হচ্ছে সব দিকেই । সেই সমালোচনার মধ্যে ভারত পাকিস্তান ম্যাচে অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
শোনা যাচ্ছে ভারত পাকিস্তান ম্যাচের আগে একটি অনুষ্ঠান করতে চলেছে বিসিসিআই। আগামী ১৪ অক্টোবর বিশ্বকাপে চিরপতিদ্বন্দী ভারত পাকিস্তান মেগা ম্যাচ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এই ম্যাচকে স্মরণীয় করে রাখার জন্য ম্যাচ শুরুর আগে একটি জমকালো অনুষ্ঠান বিসিসিআই করতে চাইছে বলে জানা যাচ্ছে। অনুষ্ঠানটি দুপুর ১২:৪০ থেকে ১:১০ পর্যন্ত হবার কথা আছে।
২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করেছিল ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কা মিলিতভাবে। সেবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানটি হয়েছিল ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ।
একাধিক জাতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ভারত পাকিস্তানের ম্যাচের আগে ৩০ মিনিটের একটি জমকালো অনুষ্ঠান করতে চাইছে বিসিসিআই। একটি লাইট শো এবং তারপর নাচের পারফরম্যান্স হবে, তবে স্পটলাইট থাকবে গায়ক অরিজিৎ সিং-এর উপর।
আমেদাবাদে অনুষ্ঠিত ভারত পাকিস্তান ম্যাচ দেখার জন্য বিশেষ অতিথি হিসেবে গোল্ড এন্ট্রি কার্ড দেওয়া হয়েছিল কিছু বৈশিষ্ট্য ব্যক্তিজনকে। এদের মধ্যে রয়েছেন সচিন তেন্ডুলকার, অমিতাভ বচ্চন, রজনীকান্ত।