ঘুষের বিনিময়ে প্রশ্ন কাণ্ডে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে এথিক্স কমিটির রিপোর্ট জমা পড়ল লোকসভায় ।শুক্রবার দুপুর ১২টার কিছু পরেই এই রিপোর্ট জমা করে এথিক্স কমিটি। রিপোর্ট পেশ হবার পরেই লোকসভায় তুমুল হই-হট্টগোল শুরু করেন বিরোধী শিবিরের সাংসদরা। তারপরই অধিবেশন দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি হয়ে যায় ।
এথিক্স কমিটির রিপোর্ট যে শুক্রবারই পেশ করা হবে, তা বৃহস্পতিবার রাতেই জানা গিয়েছিল । বিরোধীরা এটা আঁচ করেছিল রিপোর্টটি মহুয়া মৈত্রের বিপক্ষে যাবে তাই আজ সকাল ১১টা থেকেই বিরোধীরা লোকসভায় গন্ডগোল শুরু করে। বিরোধীদের বিক্ষোভের কারণে মুলতুবি করে দেওয়া হয় সভা। ফের ১২টায় অধিবেশন শুরু হয় । তারপরই মহুয়ার বিরুদ্ধে রিপোর্ট পেশ করেন বিজেপি সাংসদ বিজয় সোনাকার।
মহুয়ার বিরুদ্ধে অভিযোগ, লোকসভায় প্রশ্ন করার জন্য তিনি শিল্পপতি দর্শন হীরানন্দানির কাছ থেকে ঘুষ বাবদ নগদ ও নানা ধরনের উপহার, সুযোগ , বিদেশী ভ্রমণের সুবিধা নিয়েছেন। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এই বিষয়টি সামনে এনে লোকসভার স্পিকারকে চিঠি দেন । সেই অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে যায় ভারতীয় রাজনীতিতে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন মহুয়া। এই অভিযোগের ভিত্তিতে লোকসভার এথিক্স কমিটি মহুয়ার বিরুদ্ধে তদন্ত করে। সেই তদন্ত রিপোর্ট আজ লোকসভায় পেশ করা হয়।
গত ২ নভেম্বর এথিক্স কমিটির সামনে হাজির হন মহুয়া মৈত্র। সেই বৈঠক ছেড়ে মাঝপথেই মহুয়া বেরিয়ে যান । তিনি অভিযোগ করেন , কমিটি তাঁকে ‘নোংরা’ প্রশ্ন করেছে। যা খুবই অপমানজনক। এথিক্স কমিটির বিরোধী সদস্যরা মহুয়ার সঙ্গে সেই বৈঠক থেকে বেরিয়ে আসে। পাল্টা কমিটির বিজেপি সংসদরা মহুয়ার বিরুদ্ধে সোচ্চার হয়। তদন্ত শেষে কমিটি মহুয়ার সাংসদ পদ খারিজের সুপারিশ করে। আজ সংসদে রিপোর্ট পেশ করার পরে মহুয়া মিত্রের সাংসদ পথ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
টিএমসি সংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় কাল জানিয়েছিলেন , তিনি স্পিকারের সাথে দেখা করে অনুরোধ করেন, মহুয়াকে যেন তাঁর বক্তব্য বলার সুযোগ দেওয়া হয়। স্পিকার তাঁকে কিছু সময় দেবে বলে জানিয়েছেন। যদিও সুদীপের দাবি, ইন্ডিয়া জোটের সব দলেরই এই বিষয়ে বক্তব্য আছে। তাদেরকে বলতে দিতে হবে। যদিও স্পিকার আধ ঘণ্টার মধ্যে পুরো বিষয়টি নিষ্পত্তি করতে চাইছেন।
#WATCH | TMC MP Mahua Moitra says, "Maa Durga aa gayi hai, ab dekhenge…Jab naash manuj par chhata hai, pehle vivek mar jaata hai. They have started 'vastraharan' and now you will watch 'Mahabharat ka rann'."
Ethics Panel report on her to be tabled in Lok Sabha today. pic.twitter.com/r28o2ABVbB
— ANI (@ANI) December 8, 2023
শুক্রবার সকাল সকালই সংসদে এসেছিলেন মহুয়া। তাঁকে দেখেই ঘিরে ধরেন সাংবাদিকরা। তাঁদের একাধিক প্রশ্নের উত্তরে মহুয়া বলেন, ‘মা দুর্গা এসে গেছেন, এবার দেখা কী হবে। যখন মানুষের ওপর বিনাশের কালো ছায়া ঘণীভূত হয়, তখন প্রথমেই মৃত্যু হয় বিবেকের। এবার মহাভারত শুরু হবে। ওরা অনেক বস্ত্রহরণ করেছে।’