ইতিহাস সৃষ্টি করে উগান্ডা টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে। ২০টি দল চূড়ান্ত।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর ২০ টি দল চূড়ান্ত হয়ে গেল। আইসিসি টি২০ ওয়াল্ড কাপ অনুষ্ঠিত হবে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে।ইতিহাস সৃষ্টি করে  টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে উগান্ডা।

আইসিসি ওয়ার্ল্ড কাপে ২০২৪ এ প্রথমবার কুড়িটি দল অংশগ্রহণ করবে। কুড়িটি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপ থেকে দুটি শীর্ষ দল সুপার এইট পর্যায় যাবে। এই পর্বে আটটি টিমকে দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে অংশগ্রহণ করবে।

২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল উগান্ডা। প্রথমবার এই টুর্নামেন্ট খেলবে উগান্ডা। বৃহস্পতিবার রোয়ান্ডাকে ৯ উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে অংশ গ্রাহনের ছাড় পত্র পেয়ে গেল আফ্রিকার এই দেশটি।

আফ্রিকার নামিবিয়া, উগান্ডা, জিম্বাবোয়ে ছাড়াও লড়াইয়ে ছিল কেনিয়া, নাইজেরিয়া, তানজানিয়া ও রোয়ান্ডা। ২০০৩ সালের ওডিআই বিশ্বকাপের সবাইকে চমকে দিয়ে সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছিল কেনিয়া। কিন্তু বিগত দিনে কেনিয়া ও জিম্বাবোয়ের ক্রিকেটের অবনতি হয়েছে। সেই জায়গায় এবার উঠে এলে উগান্ডা।

আফ্রিকায় বাছাইপর্বের ফলাফলের পর, টি ২০ ওয়ার্ল্ডকার ২০টি দলের নাম চূড়ান্ত হয়েগেলো।

ICC T20 বিশ্বকাপ ২০২৪ টিম

 

    টীম                        যোগ্যতার পথ

ওয়েস্ট ইন্ডিজ               হোস্ট

যুক্তরাষ্ট্র                       হোস্ট

অস্ট্রেলিয়া          ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ-আটে শেষ

ভারত                 ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ-আটে শেষ

ইংল্যান্ড             ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ-আটে শেষ

নেদারল্যান্ডস      ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ-আটে শেষ

নিউজিল্যান্ড       ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ-আটে শেষ

পাকিস্তান           ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ-আটে শেষ

দক্ষিন আফ্রিকা   ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ-আটে শেষ

শ্রীলংকা               ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ-আটে শেষ

আফগানিস্তান         T20I র‌্যাঙ্কিংয়ের পরবর্তী সেরা ( ১৪ নভেম্বর 2022 অনুযায়ী )

বাংলাদেশ               T20I র‌্যাঙ্কিংয়ের পরবর্তী সেরা ( ১৪ নভেম্বর 2022 অনুযায়ী )

কানাডা                আমেরিকার কোয়ালিফায়ার

আয়ারল্যান্ড            ইউরোপের কোয়ালিফায়ার

নামিবিয়া                আফ্রিকার কোয়ালিফায়ার

নেপাল                     এশিয়ার কোয়ালিফায়ার

ওমান                       এশিয়ার কোয়ালিফায়ার

পাপুয়া নিউ গিনি    পূর্ব এশিয়া-প্যাসিফিক কোয়ালিফায়ার

স্কটল্যান্ড                    ইউরোপের কোয়ালিফায়ার

উগান্ডা                      আফ্রিকার কোয়ালিফায়ার

 

Related Posts

ভারতীয় অলিম্পিক পদক বিজয়ীদের একটি বিস্তৃত তালিকা।

ভারত সামগ্রিকভাবে এখনো পর্যন্ত ৩৫টি পদক জিতেছে। (সোনা ১০ টি। রুপো ৯টি । ব্রোঞ্জ ১৬ টি )। ভারতীয় অলিম্পিক বিজয়ীর নামের তালিকা ১৯০০ প্যারিস অলিম্পিক সংস্করণ থেকে অলিম্পিকে ভারত যে…

রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে (২৮ জুলাই) ভারতের সূচি।

রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে (২৮ জুলাই) ভারতের সূচি। শুটিং:- বেলা ১২টা ৪৫ মিনিট: মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের যোগ্যতা অর্জন পর্বের লড়াইয়ে নামবেন এলাভেনিল ভালারিভান ও রমিতা জিন্দল। দুপুর…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

আজ থেকে ট্রেনের টিকিট কাটার নিয়মে বড় পরিবর্তন। জেনে নিন তার নিয়ম কানুন।

আজ থেকে ট্রেনের টিকিট কাটার নিয়মে বড় পরিবর্তন। জেনে নিন তার নিয়ম কানুন।

পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর। দেখে নিন সম্পূর্ণ প্রার্থী তালিকা।

পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর। দেখে নিন সম্পূর্ণ প্রার্থী তালিকা।

ইরানে বোমা হামলা ইসরায়েলের। বিশ্বযুদ্ধের আশঙ্কা।

ইরানে বোমা হামলা ইসরায়েলের। বিশ্বযুদ্ধের আশঙ্কা।

ভারতীয় অলিম্পিক পদক বিজয়ীদের একটি বিস্তৃত তালিকা।

ভারতীয় অলিম্পিক পদক বিজয়ীদের একটি বিস্তৃত তালিকা।

রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে (২৮ জুলাই) ভারতের সূচি।

রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে (২৮ জুলাই) ভারতের সূচি।

অলিম্পিক্সে জিতলেন লক্ষ্য, সাত্ত্বিক-চিরাগ, শুটিংয়ে পদকের লড়াইয়ে মনু, হকিতেও জয় ভারতের।

অলিম্পিক্সে জিতলেন লক্ষ্য, সাত্ত্বিক-চিরাগ, শুটিংয়ে পদকের লড়াইয়ে মনু, হকিতেও জয় ভারতের।