এশিয়ান গেমস ২০২৩: পঞ্চম সোনা। ওয়ার্ল্ড রেকর্ড করল সিফট কৌর সামরা ।

চিত্র সৌ: এক্স

চতুর্থ দিনের সকালেই পঞ্চম সোনা এলো ভারতের ঘরে। সোনা জিতলেন সিফট কৌর সামরা ।

এশিয়ান গেমস ২০২৩-এর মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩পি ইন্ডিভিজুয়াল ইভেন্টে সিফট কৌর সামরা হ্যাংজুতে সোনা জিতেছে। বুধবার সিফট বিশ্ব রেকর্ড, এশিয়ান রেকর্ড, এশিয়ান গেমসের রেকর্ড ভেঙেছে।ফাইনালে ৪৬৯.৬ পয়েন্ট স্কোর করল সিফট। শুটিং থেকে এটাই প্রথম ব্যক্তিগত সোনা ভারতের। শুরু থেকেই লিড নিয়েছিল সিফট। শেষ পর্যন্ত তাঁকে সরানো যায়নি।

আরও পড়ুন : ভারতের চতুর্থ সোনা। মহিলাদের ২৫ মিটার পিস্তলের দলগত ইভেন্টে।

চলতি বছরের মে মাসে বাকু বিশ্ব মিটে গ্রেট ব্রিটেনের শুটার সিওনায়েড ম্যাকইনটস এই ইভেন্টেই করেছিলেন বিশ্বরেকর্ড। ৪৬৭ পয়েন্ট স্কোর ছিল তাঁর। সেই রেকর্ড হেলায় ভেঙে দিলেন সিফট।

এদিকে একই ইভেন্টে ৪৫১.৯ পয়েন্ট স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন আশি চৌকসে।

Exit mobile version